13yercelebration
ঢাকা

মালয়েশিয়ায় এনটিভি’র ইফতার মাহফিলে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি

Link Copied!

প্রবাসীদের মাঝে ধর্মীয় মুল্যবোধ’কে ছড়িয়ে দিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো এনটিভি’র আয়োজনে, ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল।

০২ এপ্রিল রোববার কুয়ালালামপুরের পাঁচতারকা হোটেল সেরি প্যাসিফিকের এ অনুষ্ঠানে, প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। ইসলামিক এ আলোচনায় ব্যাক্তি জীবনে সালামের গুরুত্ব, আত্মীয়-স্বজনের প্রতি হক ও এবাদত-বন্দেগী নিয়ে আলোচনা করেন ।

মালয়েশিয়ার এনটিভি দর্শক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের পর থেকেই ভীড় জমাতে থাকে বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসি বাংলাদেশীরা। টানা চতুর্থবারের মতো ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিলের এ অনুষ্ঠানে, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, দেশের জনপ্রিয় ইসলামি বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি।

কোরআন ও হাদিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহুওয়ালাইহি সাল্লামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, আজহারি। অনুষ্ঠানে আগত দর্শকরা বিদেশের মাটিতে এনটিভি’র এ ধরনের আয়োজনের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

প্রতি বছর এ ধরনের আয়োজনের জন্য এনটিভি’র স্টাফ রিপোর্টার কায়সার হামিদ হান্নানকে ধন্যবাদ জানান, প্রবাসি সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসীদের অনেকেই পরিবার পরিজন নিয়ে যোগদেন। বিদেশের মাটিতে ইসলামিক এ ধরনের আয়োজন প্রবাসীদের ধর্মীয় মুল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন, তারা।

ফরহাদ হোসেন ও জুবায়ের রহমানের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও অনুষ্ঠানের আয়োজক কায়সার হামিদ হান্নান। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন, ইনফিউশন কালচারাল টিমে’র সদস্যরা।

অনুষ্ঠানে স্পন্সর হিসাবে ছিলো ইকবাল গ্রুপ অব কোম্পানির পরিচালক মো: ইকবাল হোসেন, আলফাটেক এসডিএনবিএচডি এর পরিচালক মোঃ নাসির উদ্দিন, ওরিয়ন প্লাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিউ মাওলানা মাওলানা জাফর উল্লাহ চৌধুরী, ভিআইপি পিঠাঘরের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন ,হ্যাপি ট্রাভেল এন্ড ট্যুরস এর পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন নিপু ,ইনি মাজু এসডিএনবিএইচডির সিউ মোহাম্মদ সাইফুল ইসলাম ,এনবি নূর স্কাই এসডি এনবিএইচডি পরিচালক নূর ইসলাম আকাশ , এমআরটিবি এসডিএনবিএইচডির পরিচালক মোঃ মতিউর রহমান।

http://www.anandalokfoundation.com/