14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের পোশাক কারখানার মালিক ও শ্রমিক সম্পর্ক এবং করণীয়

Rai Kishori
April 16, 2020 11:14 pm
Link Copied!

উন্নত বিশ্বের জনগণের ব্যবহারের জন্য, তাদের পছন্দনীয় পোশাক তৈরি করে দিতে, বাংলাদেশে কিছু কারখানার সৃষ্টি হয়েছে -যা বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি বা তৈরী পোষাক শিল্প নামে পরিচিত। এই ফ্যাক্টরিগুলোর উদ্যোক্তা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন, প্রারম্ভিক অবস্থায় তাদের পুঁজির পরিমাণ খুবই কম ছিল।
ভাড়া বাসায় এবং নিম্নমানের ভবনগুলোতে মেশিন বসিয়ে, চাহিদা প্রেরণকারী প্রতিষ্ঠানের ডিজাইন মোতাবেক পোশাক তৈরি করার জন্য, তাদের সরবরাহকৃত কাপড়, সুতা, বোতাম এবং অন্যান্য ম্যাটেরিয়ালস ব্যবহার করে (এখন অবশ্য বাংলাদেশে ভালো ফেব্রিক্স তৈরি হচ্ছে) শ্রমিকদের দ্বারা পোশাক তৈরির পর- তা সংশ্লিষ্টদের দেশে চুক্তি অনুযায়ী প্রেরণ করা হয় এবং তার বিনিময়ে পোষাক তৈরি বাবদ যে মজুরি উদ্যোক্তারা বা মালিকরা গ্রহণ করে- সেখান থেকে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার পর, যা অবশিষ্ট থাকে সিটি মুনাফা হিসেবে গার্মেন্টস কারখানার মালিকরা নিজেদের কাছে রাখে।
এই গার্মেন্টস ফ্যাক্টরীগুলো এবং তাদের মালিকরা এখন সারাবিশ্বে যে সুনাম-সুখ্যাতি অর্জন করেছে তা মালিক শ্রমিক, সরকার ও দেশের সকলের। পাশাপাশি কতিপয় মালিক বিপুল অর্থ-সম্পদ, বিত্ত- বৈভবের মালিক ব্যবসার আড়ালে অনৈতিক পথে হয়েছে তা খুবই দৃশ্যমান।শুধু তাই নয়, গার্মেন্টস ফ্যাক্টরীর কিছু মালিকরা এই পোশাক বানানোর ব্যবসা করতে গিয়ে এখন বাংলাদেশের মন্ত্রিসভায়, সংসদে, রাষ্ট্রপরিচালনার নীতিনির্ধারণী ভূমিকায় স্থান করে নিয়েছে।
ব্যাংক- বীমা -শিল্প -প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, বিশ্বের উন্নত দেশে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পসারণের পাশাপাশি বাড়িঘর বা আবাসভূমি প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের গার্মেন্টস ব্যবসার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা যেমন পাওয়ার স্টেশন, টেলিভিশন, বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান, সরবরাহকারী প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি সহ স্থানীয় আমদানি-রপ্তানির ব্যবসা বাণিজ্য এবং দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাদের ব্যক্তিজীবনের এই বিশাল উন্নয়নের ব্যাপারে আমার কোনো আপত্তি বা বাদ প্রতিবাদ নাই বরং আত্মতৃপ্তি আছে গৌরব আছে। তাদের জন্য শর্তহীন অভিনন্দন রয়েছে।
কিন্তু আমার যেখানে আপত্তি এবং প্রশ্ন, সেটি হলো উদ্যোক্তা হিসেবে এইসব গার্মেন্টস ফ্যাক্টরীর মালিকদের যেমন অবদান আছে, তেমনি এই প্রতিষ্ঠানগুলোতে দিনরাত -রোদ- বৃষ্টি -ঝড়- বাদল ও দূর্যোগের মধ্যে শরীরের রক্ত -ঘাম বিসর্জন দেওয়া গার্মেন্টস শ্রমিকদের অবদান কিন্তু কোন অংশেই মালিকদের থেকে কম নয়। পাশাপাশি সরকার এই সেক্টরের সুরক্ষা ও উন্নয়নের জন্য, শুরু থেকে আজ পর্যন্ত যে নীতিগত সহায়তা, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, প্রদান করেছে -তার আর্থিক মূল্য যদি হিসাব করা হয়, তাহলে সেই অবদান কিন্তু এত উল্লেখযোগ্য হবে তা বাংলাদেশের অন্যান্য পেশাজীবী বা ব্যবসায়ীরা এদেশে পায়না বা পায়নি।
এখন আমি যে কথাটি বলতে চাই সেটি হল:
গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের ভাগ্যের যে ব্যাপক পরিবর্তন বা উন্নতি সাধিত হয়েছে সেই অনুপাতে গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের ভাগ্যের কতটুকু উন্নয়ন সংঘটিত হয়েছে???? তা কিন্তু সকলেরই জানা! একজন কিশোরী বেকারত্বের কারণে গার্মেন্টস ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতে করতে সে বিবাহিত হয়েছে। তার কন্যা সন্তান হয়েছে এবং জীবনীশক্তি হারিয়েছে। তার সেই কন্যা এবং মেয়ের জামাই কে এই গার্মেন্টস ফ্যাক্টরীর কাজে নিযুক্ত করেছে। অথচ ওই কিশোরীর তৃতীয় প্রজন্ম তথা ওই শ্রমিকের নাতিপুতিরা আজও সামাজিকভাবে তার নানা -নানীর স্তরেই রয়ে গেছে, কোন উন্নয়ন ঘটাতে পারেনি। বরং গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার কারণে অনেকেই নানাবিধ অসুস্থ-বিসূখে, জ্বরা- ব্যাধিতে আক্রান্ত হয়েছে ।
তাহলে সূক্ষ্ম বিশ্লেষণের এবং গবেষণার কার্যক্রম সম্পাদন না করেই বলা যায় যে, গার্মেন্টস ফ্যাক্টরীর মালিকরা বেকার ছেলেমেয়েদের ক্ষমতায়নের ও কর্মসংস্থানের কথা বলে, বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণের কথা বলে, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির কথা বলে, বৈদেশিক মুদ্রা আয় করার কথা বলে, যেভাবে নিজেরা লাভবান হয়েছেন, দেশে-বিদেশে সম্পদ অর্থ বিত্ত-বৈভবের মালিক হয়েছেন, পক্ষান্তরে গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। পেরেছে শুধু ফ্যাক্টরীতে উৎপাদনের অবিচ্ছেদ্য অংশ হতে পেরেছে। আরো কঠিন সত্য হলো- এই সেক্টরের শ্রমিকদের কৈশর, সোনালী যৌবনের ও সারা জীবনের বিনিয়োগকৃত শ্রম-রক্ত-ঘামের যোগ-বিয়োগের ফলাফল শূন্যের ঘরেই রয়েছে। তাই প্রশ্ন উঠতেই পারে গার্মেস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা যেহেতু মানুষ সেহেতু মালিকদের কাছে তারা কি মানুষ হিসেবে মানব অধিকারের স্বীকৃতি পেয়েছে ???
শ্রমিক হিসেবে শ্রম অধিকারের ভোগ করতে পেরেছে? স্বাস্থ্যসম্মত ও সোভন কর্মপরিবেশ তৈরী করতে, শ্রমিকদের শ্রম নিরাপত্তা নিশ্চিত করতে, নিয়মিত ও ন্যায্য মজুরি পরিশোধের ব্যবস্থ করতে, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব এর ছুটি ভোগ করার সুযোগ সৃষ্টি করতে, সুনির্দিষ্ট কর্মঘন্টা বাস্তবায়ন করতে, অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুর পরিশোধের ব্যবস্থা করতে, স্বাস্থ্য বীমা ও গ্রুপ বীমার ব্যবস্থা করতে, পরিচয় পত্র, নিয়োগপত্র ,ব্যাংক একাউন্টের মাধ্যমে মজুরি পরিশোধের ব্যবস্থা করতে, প্রভিডেন্ট ফান্ড বা কন্ট্রিবিউটরি তহবিল এর ব্যবস্থা করতে কি পেরেছে??? এসব নায্য পাওনা কি মালিকরা শ্রমিকদের কে দিতে পেরেছে? দিলে কতটুকু দিয়েছে এবং যা দিয়েছে তা কি স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে? না সরকার, ক্রেতা এবং বিভিন্ন মহলের চাপের কারণে দিতে বাধ্য হয়েছে??? এই প্রশ্নগুলোর সোজাসাপ্টা জবাব হল মালিকরা স্বইচ্ছায় ও স্বউদ্যোগে দেয় নাই।
যেমন, শিশুশ্রম নিরসন করেছে বিদেশি বায়ারদের শর্তের ও চাপে র কারণে । মজুরি বৃদ্ধি করেছে শ্রমিকদের চাপে ও সরকারের নীতি সহায়তা ও আর্থিক সহযোগিতায়। তারা শ্রমিকদেরকে সামান্যতম কোনো সুযোগ সুবিধা দিলে তার বিনিময়ে সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে অধিক আর্থিক ও নীতি সহায়তা নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই এই ,১২ বছরে বেতন বৃদ্ধি করে দেওয়ার জন্য, শোভন কর্মস্থল ও স্বাস্থ্যবান্ধব কর্মস্থল দেওয়ার জন্য, আধুনিক এবং আন্তর্জাতিক মানদন্ডের ফ্যাক্টরি তৈরি করার জন্য,অনেক নীতি ও আর্থিক সহায়তা নিয়েছেন।
বিভিন্ন সরকারি ব্যাংক থেকে শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা দিয়ে তারা নিজেরা প্রাইভেট ব্যাংক তৈরি করেছেন , (যার ফলে দেখা যাচ্ছে এই গার্মেন্টস মালিকদের মধ্যে কিছু প্রভাবশালীরা রাষ্ট্রতত্ত্ব সরকারি ব্যাংকের বিশাল ঋণ খেলাপি পাশাপাশি নিজেদের মালিকানাধীন প্রাইভেট ব্যাংকে আবার ডাইরেক্টর বা চেয়ারম্যান। কি মজা খেলা তারা শুরু করেছেন বাংলাদেশের অর্থনীতি ও আর্থিকখাত নিয়ে) বীমা কোম্পানি করেছেন, লিজিং কোম্পানি করেছেন,বিদেশে অর্থ পাচার করে বাড়িঘর এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান করার ইতিহাস বা দৃষ্টান্ত আজকে সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তাহলে যে শ্রমিকদের সহযোগিতা নিয়ে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেন, সেই শ্রমিকদের ভাগ্যের ইতিবাচক পরিবর্তনের জন্য এবং জীবনের মানোন্নয়নের জন্য মালিকরা স্বেচ্ছায় কিন্তু প্রায় ৪০ বছরে কিছুই করলেন না। কারণ গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা শ্রমিকদেরকে মানুষ হিসেবে বা শ্রমিক হিসেবে নয়, ক্রীতদাস হিসেবে দেখে আসছে।
আমার প্রশ্ন, ক্রীতদাস এবং প্রভুর মধ্যেকার প্রাগৈতিহাসিক যুগের বাতিল ও বর্তমানে দণ্ডনীয় সম্পর্ককে কি তারা আধুনিক প্রকৃতি এবং আকৃতিতে বারবার দেখানোর চেষ্টা করে যাচ্ছেন??? কিন্তু আমরা প্রত্যক্ষ করছি, সরকার, দেশী-বিদেশী মানবাধিকার সংগঠন, শ্রমিক সংগঠনের চাপে তারা কৌশল পরিবর্তন করেছেন বারবার। এই করোনা ভাইরাসের মধ্যে মানুষ যখন নিজের জীবন বাঁচানোর তাগিদে সহায়-সম্পদ, বিত্ত-বৈভবের মায়া ত্যাগ করে, সরকারি সিদ্ধান্ত মেনে ঘরে থাকার চেষ্টা করছে। তখন মালিকরা নিজেদের ব্যবসায়িক মুনাফাকে বহুগুণ বৃদ্ধি করার সুযোগের সর্বোচ্চ ব্যবহারের স্বার্থে, শ্রমিকদেরকে চাকুরি থেকে বরখাস্ত করার ও বকেয়া বেতন পরিশোধ না করার ভয় দেখিয়ে, ভীতি প্রদর্শন করে, গ্রাম থেকে ফ্যাক্টরিতে এসে কাজে যোগদান করার জন্য নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশবাস্তবায়ন করার জন্য শ্রমিকরা শুধুমাত্র জীবন মৃত্যুর মুখোমুখি হয়নি, রাষ্ট্র তথা সরকারের সিদ্ধান্ত ভঙ্গের পদক্ষেপ গ্রহণ করতেও বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন করা যায় যে তারা কি সরকারের প্যারালাল আরেকটি সরকার দেশে চালু করতে চায়? মাননীয় প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জীবন রক্ষার কথা চিন্তা করে ফ্যাক্টরি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সরকারি সিদ্ধান্ত কিন্তু তারা সর্বক্ষেত্রে এখনো বাস্তবায়ন করেন নাই, শতাধিক কারখানা এখনো চালু আছে।
সারা বিশ্বে যেখানে কোরনা ভাইরাসের উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে তারা অফিস-আদালত স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করেছে। জনগণের চলাফেরা করার মত মৌলিক অধিকার সীমিত করেছে। বাংলাদেশে মসজিদে জামাতে নামাজ আদায়ের উপরে সরকার নিরাপদ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। সারা বিশ্বে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রধান তৈরি পোশাক রপ্তানিকারকদের কারখানা যখন লকডাউন আন্ডারে চলে গেছে। তখন সিএম (Cost of Manufacturing) বেশি পেয়ে অধিক মুনাফা বাগানোর জন্য এই দেশের গার্মেন্টস মালিকরা তাদের ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক নামের ক্রীতদাসদেরকে কাজে যোগদান করতে বাধ্য করছে। This is called forced labour and modern form of slaveryship. শ্রমিকদেরকে মানুষ হিসেবে ও শ্রমিক হিসেবে ন্যূনতম মায়া-মমতা তারা প্ররদর্শন করতে পারছেন না। সম্পদের লোভ যেন তাদেরকে অন্ধ করে দিয়েছে। এবারে করোনাভাইরাস দেশে না এলে তাদের ভিতরে লুকায়িত এই দানবিক চেহারাটি দেশবাসী হয়তো দেখতেই পেত না। জানি তাদের এই অমানবিক আচরণ এবং সরকারি সিদ্ধান্ত লঙ্ঘনের অপরাধের বিচার এদেশে হয়তো হবেনা।
কিন্তু এটাও সত্য যে এ ভাবে তারা তাদের অনৈতিক ও অমানবিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে বেশিদিন পারবেন না। উনাদেরকে ঋণ মওকুফ করা হবে, খেলাপি ঋণ রিসিডিউল করে দেওয়া হবে, সুদ মওকূফ করা হবে, ব্যাংকের ঋণ পরিশোধ না করে আত্মগোপন করবেন, দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন ,সেগুলো পুনরুদ্ধার বা আদায় করা যাবে না,সরকার পরিবর্তনের সাথে সাথে তারা তাদের ভোল পাল্টিয়ে রাজনৈতিক চরিত্র ও চেতনা পরিবর্তন করে রাষ্ট্রীয় ছত্রছায়ায় বিভিন্ন ধরনের অনৈতিক ও আর্থিক সুবিধা হাসিল করবেন। কিন্তু ৩০ বছর চাকুরী করার পরেও কোন শ্রমিক তাদের কারখানাতে স্থায়ী শ্রমিক হিসাবে নিয়োগ পত্র এবং অন্যান্য সুযোগ-সুবিধা পান ভবিষৎ এ ও নাই পাবেন না। তাহলে জাতি আর কত সুযোগ সুবিধা এই শিল্প মালিক ব্যবসায়ী নামধারী স্বার্থন্বেষী মহলকে রাষ্ট্র দেবে? কতদিন লালন-পালন করবে? দেশের অন্যান্য যেকোনো স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এর চেয়ে তারা ট্যাক্স -ভ্যাট ও উৎস কর কিন্তু কম দেন। মাঝারি সাইজের জর্দা কোম্পানি এবং সিগারেট- বিড়ি তৈরির কারখানা মালিকরা যে ট্যাক্স দেন উনারা কিন্তু তার ধারে পাশে অবস্থান করেন না। বরং কিভাবে ট্যাক্স, ভ্যাট সোর্স টেক্স কম দেবেন বা মওকুফ করে নিবেন এবং প্রনোদনা প্যাকেজ নেবন। তার দেন-দরবার সারা বছর উনারা সরকারের প্রভাবশালীদের কাছে করে থাকেন।
আর এখন যেহেতু মন্ত্রিসভায়, মহান সংসদে ও সরকারি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ভূমিকায় তাদের সরব অংশগ্রহণ ও উপস্থিতি দিনদিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দল মত নির্বিশেষে তারা একটি ঐক্যবদ্ধ প্লাটফ্রর্মে দাড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লড়াই গড়ে তুলতে পারছে সেজন্য খুব বেশি তদবির করতেও হয়না। তাদের স্বার্থে সরকার নিত্যনতুন সুযোগ সহায়তা দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের দূর্নীতি-অনিয়ম, শ্রমিক শোষণ নির্যাতন সহ রাষ্ট্র ও সরকার কে বিভিন্ন ধরনের কায়দা কৌশলে টাক্স ফাঁকি দিচ্ছেন এবং বঞ্চিত করছেন, তার বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করা হচ্ছে না।
বাংলাদেশের শীর্ষ ৩০০ জন ঋণখেলাপির তালিকা আমার দাবীর কারণে মাননীয় অর্থমন্ত্রী সংসদে প্রকাশ করেছিলেন। সেখানে দেখা গেছে খেলাপিদের প্রায় প্রায় সকলেই বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরীর মালিকদের নাম। বন্ডেড ওয়্যারহাউস, ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে সরকারকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি এবং দেশের বাহিরে অর্থপাচার এর কুকর্মের ক্ষেত্র এই গার্মেন্টস ফ্যাক্টরী কিছু মালিকরাই শীর্ষস্থানে অবস্থান করছেন। কিন্তু তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমানভাবে আনা হচ্ছে না, বরং বিভিন্ন ভাবে তারা পুরস্কৃত হচ্ছেন। তাই তাদের অন্যায়- অমানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা এবং আইন ও নীতি লঙ্ঘনের ঘটনা দিন দিন বেড়েই চলছে।
স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্ট ফ্যাক্টরির মত শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে কখনো শ্রমিকরা করোনা পরিস্থিতি মোকাবেলা পূর্বক কাজ করতে পারবে না। এটা চরম একটি সত্যের অপলাপ এবং মিথ্যাচার। লকডাউন এবং সামাজিক দূরত্ব রক্ষার মূল বৈশিষ্ট্য ও কার্যক্রমের সাথে গার্মেন্টস ফ্যাক্টরীর মত শ্রমঘন পোশাক তৈরি ও সেলাই কারখানা খুলে রেখে, সেখানে শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করার বিষয়টি সম্পূর্ণ ভাবেই পরস্পর বিরোধী তথা আত্মঘাতী এবং সংবিধানের পরিপন্থী ও সরকারী আদেশ নির্দেশ তথা আইন লঙ্ঘনের শামিল। বিধায় যে মালিকরা শ্রমিকদেরকে অনেকটা জিম্মি পরিস্থিতির মধ্যে ফেলে তাদেরকে কাজে যোগদান করতে তাদের ইচ্ছার বিরুদ্ধে, ঢাকায় আসতে বাধ্য করেছে। তারা এটি একটি পরিষ্কার দণ্ডনীয় অপরাধ করেছে ।তাই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা সরকারের পক্ষে, শ্রমিক সংগঠনগুলোর পক্ষে, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ এবং আন্তর্জাতিক ক্রেতা সম্প্রদায় পক্ষ থেকে গ্রহণ করা উচিত।
এই দুর্ভাগ্যজনক দুর্যোগময় পরিস্থিতিতে আমি বিনীতভাবে সংশ্লিষ্ট সকলের প্রতি এই মর্মে অনুরোধ জানাতে চাই যে, “শ্রমিকের ঘাম ঝরানো ,রক্ত ঝরানো পবিত্রশ্রমের মজুরির অর্থ আত্মসাতের ও শোষণের অবসান হোক”। পাশাপাশি সকল বিবেকবান মানবিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অকল্যাণকর ও অমানবিক কার্যক্রমকে প্রতিরোধ করার ও প্রতিহত করার আহ্বান জানাই। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরীর শ্রমিকরা যন্ত্র বা পণ্য নয়, তারা মানুষ, তারা খেটে খাওয়া শ্রমিক। তাদের মানবাধিকার এবং শ্রম অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করাই হোক আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার এবং শপথ।
হাজার হাজার শ্রমিক দুমাস তিন মাসের বকেয়া বেতন পায়নি। আগামী রমজানের শেষে ও ঈদের আগে এই সব অজুহাতে সরকারের কাছ থেকে আর একবার প্রণোদনা নিয়ে হয়তো অর্ধেক বেতন পরিশোধ করা হবে, অর্ধেক থেকে যাবে মালিকদের পকেটে। অন্যদিকে, বন্ডেড ওয়্যারহাউস এর মাধ্যমে শুল্কমুক্তভাবে যে গার্মেন্টস ম্যাটেরিয়ালস নিয়েছে তার অর্ধেক খোলাবাজারে চোরাই পদ্ধতিতে বিক্রি করে প্রাপ্ত বিপুল নগদ অর্থ তারা পকেটস্হ করবে। আর বাকি ম্যাটারিয়ালস দিয়ে কিছু কাপড়চোপড় তৈরি করে, বিভিন্ন কারণে শিপমেন্ট ফেল দেখাবে। ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে প্রতিবছর কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তার খবর কে রাখে? এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, ক্রেতারা অন্যদেশে তাদের অর্ডার ডাইভার্ট করে দেয়।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের অব্যবসায়ীক আচরণের কারণের দেশ এবং জাতি কত ব্যবসা হারাচ্ছে?? কত কারসাজি এই গার্মেন্টস ফ্যাক্টরীর মালিকরা করে থাকেন- তার উপর একটা ইনভেস্টিগেশন হওয়া খুবই দরকার। এই বিষয়গুলোর পরিসমাপ্তি করার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।
মোঃ ইসরাফিল আলম এমপি।
http://www.anandalokfoundation.com/