আন্তর্জাতিক ডেস্কঃ রানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু নীতি মানব সভ্যতাকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে এসেছে। পেন্টাগন এর পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করার পরিকল্পনা প্রকাশের একদিন পর শনিবার রাতে তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মূলত রুশ হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার পরমাণু কর্মসূচি জোরদারের উদ্যোগ নিয়েছে। জারিফ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু নীতিটি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)’র ‘লঙ্ঘন’। জারিফ আরো বলেন, এই হঠকারী সিদ্ধান্তটির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ২০১৫ সালে ইরানের সঙ্গে করা চুক্তিরও লঙ্ঘন করছে।