মাদারীপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ৫ কোটি ১১ লক্ষ টাকা পরিশোধ, পুরস্কার বিতরণ বীমা দাবী পরিশোধ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে মাদারীপুর শিল্প কলা একাডেমিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৫ কোটি ১১ লক্ষ টাকা পরিশোধ,পুরস্কার বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিম উদ্দিন।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মাদারীপুর এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ ছায়েদুর রহমান (রিপন হাবীব) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশিদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কেন্দ্রীয় সমন্বয়কারী, (ইসলামী তাকাফুল) জিএম হেলাল উদ্দিন মাননীয় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার কামরুন্নাহার রেবা প্রমুখ।
এসময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৫ কোটি ১১ লক্ষ টাকা বিমাকারীদের পরিশোধের চেক ও পুরস্কার বিতরণ করা শেষে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।