14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার আগস্ট 18, 2025
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের মস্তফাপুরে ইলেকট্রনিক্স মার্কেটে আগুনে পুড়ে ১৫টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা

admin
October 23, 2016 12:13 pm
Link Copied!

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে ইলেকট্রনিক্স মার্কেটে আগুনে লেগে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। এই অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯টার দিকে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জামাল ইলেকট্রনিক্স নামে একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূচনা। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য দোকানে। এসময় জামাল ইলেকট্রনিক্স, মোল্লা ইলেকট্রনিক্স, সবুজ ইলেকট্রনিক্স, আব্দুল্লাহ ইলেকট্রনিক্স, অপু ইলেকট্রনিক্স, রিপন মোটরস, মোহাম্মাদ ভ্যান পাটর্সসহ ১৫টি দোকান পুড়ে যায়।

অগ্নিকান্ডে প্রায়  ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মজুমদার মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। বৈদতিক শর্টসার্কিট থেকেই আগুনে লেগেছে বলে জানান তিনি।

http://www.anandalokfoundation.com/