মাগুরাপ্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে গতকাল দুপুরে বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় স্থানীয় পল্লী সমাজ এ মানববন্ধন-সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, পৌর কাউন্সিলর মঙ্গল বিশ্বাস, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রতিনিধি মোছা. সাবরিনা আখতার, স্থানীয় পল্লী সমাজের সভাপতি রিনা খাতুন সাধারণ সম্পাদক নারগিস পারভিন প্রমুখ । মাববন্ধন-সমাবেশে স্থানীয় পল্লী সামাজের ৬০/৭০ জন প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বাল্য বিবাহ রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।