মাগুরা প্রতিনিধি ॥ আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডভোকেসিসভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পারিচালক জাহিদুল আমিন, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে বিবাহের আইনগত বয়স মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু কৈশোরকালীন সময়ে অর্থাৎ ১৫ থেকে ১৯ বছরের মধ্যে কিশোরীদের ৩১ শতাংশ গর্ভবতী হন। ১৯ বছরের মধ্যে ৫৯ শতাংশ কিশোরী দ্বিতীয় বারের জন্য ‘মা’ বা গর্ভবতী হন। ফলে কিশোরীদের নানাবিধ অনাকাঙ্খিত স্বাস্থ্য ঝুঁকির সন্মুখীন হতে হয়। এমনকি মৃত্যুও হতে পারে। এছাড়া বাল্য বিয়ে, কৈশোরকালীন মাতৃত্ব, কিশোরী মায়ের গর্ভে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি, মৃত সন্তান প্রসব, অপরিপক্ক প্রসব, নিন্ম জন্ম ওজনের শিশু, প্রজনন তন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন কারনে কিশোরী মেয়েরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে।