স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: প্রকৃতিতে এখন শীতকাল। ষড়ঋতুর এই দেশে একেকটি ঋতু একেক রুপ নিয়ে হাজির হয়। অভ্যস্ত মানুষজন প্রকৃতির এই পালাবদলের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় খুব সহজে। এরই মধ্যে জেঁকে বসেছে তীর্বশীত। সারা দেশে তাপমাত্রা কমে এসেছে। বিশেষ করে গ্রামগঞ্জের মানুষগুলি শীতে বেশি কষ্ট করে থাকেন।
শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে দোলা মহিলা উন্নয়ন সংস্থা মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ আয়েশা খাতুন তেল পাম্পের মাঠে অর্ধশত শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরন করেন। এছাড়াও ওই সংস্থাটি ঝরেপড়া মায়েদের লেখাপড়ার আর্থীক সহযোগিতা করে তাদের এসএসসি -২০১৯ পরিক্ষায় উর্ত্তীণ হওয়ায় তাদের সম্বর্ধনার প্রদান করেন। দোলা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবাইদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা তাছলিমা খাতুন, সমাজসেবক আলমগীর হোসেন প্রমুখ।