দুলাল পালঃ বাঙ্গালী জাতির জীবনে এক গৌরবোজ্জল দিন ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস। ধামরাই উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করবেন। সেইসাথে উপজেলা পরিষদ চত্বরে ব্রাপক আলোক সজ্জা করা হয়েছে।
জানা গেছে, দুই দিন আগে থেকেই উপজেলা পরিষদ ভবন, বাংলো, মসজিদ , মন্দির পুরোরাস্তা, পুকুরপাড় গাছ পালা লাল-সবুজসহ নানা রংগের আলোয় আলোকসজ্জা করা হয়েছে। দূর থেকে সন্ধ্যা নামার পরে একঅন্য রকম জলমলে আলোর ছটায় আলোকিত দেখা যায় পুরো উপজেলা পরিষদ চত্বর। এযেন এক অন্যরকম আলোর ছটার জলকানিতে জলমল করছে উপজেলা চত্বর। এ জলমলে আলো অবলোকন বা দেখার জন্য সন্ধ্যা নামার সাথে সাথে নানা শ্রেনি পেশার মানুষের ঢল।
ধামরাই উপজেলা প্রশাসন প্রত্যুষে ৩১ বার তোপধবনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করবেন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি সকল ভবনে নিজ নিজ উদ্যোগে জাতয়ি পতাকা উওোলন হবে।
সকাল সাড়ে ৯টার দিকে ঐতিহ্যবাহী ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল এন্ড মাঠে আইন শৃংখলা বাহিনীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করবেন।
সকাল ১১টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এ সংবর্ধনা ও আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ।
এসময় উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দুপুর দেড়টার দিকে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে মসজিদে দোয়া এবং মন্দির গীর্জাসহ অন্যান্য উপসনালায় ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের খেলোয়ার বৃন্দ অংশ গ্রহন করেন। এছাড়া ও বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল ও সাংস্কৃতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীসহ জাতীয় পর্যায়ের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।