মধুখালী প্রতিনিধিঃ মমতাজ হোসাইনী(লিলি) বীরশ্রেষ্ঠ মুন্সী আঃরউফ এর জন্ম স্থান সালামতপুর গ্রামের মরহুম মাওলানা আঃ ওয়াদুদ মৃধার মেয়ে এবং মোঃসফিউর রহমান মৃধা(বাঁশী) এর ভাতিজি এ্যাডভোকেট মমতাজ হোসাইনী(লিলি) এম,এ, এল,এল,বি বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকা।
তার ইচ্ছা তিনি ফরিদপুর জেলাবাসীর নিয়ে চিন্তাভাবনা এবং গবেষনা করেন কিভাবে অসহায় ও অবহেলিত নারীদের কর্মজীবনে আনাযায়। সমাজে নির্যাতিত, নিপিড়ীত নারীদের কিভাবে সাবলম্বী করে তোলা যায় সেদিকে তিনি সদা সর্বদা কাজ করে যাচ্ছেন।
তাছাড়া তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রিয়কর্মী এবং রাজনীতিবিদ। তাই তিনি ফরিদপুর জেলাবাসীর সমর্থনে,সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে নারীদের উন্নয়নের অভিভাবক হতে চান এবং নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশারা খেন।