ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে ডুমাইন ইউনিয়ন ডুমাইনে একটি অরাজনৈতিক, সামাজিক এবং ক্রীড়া সংগঠন “ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি”,এই সংগঠন প্রতি বছরের ন্যায় এ বছরও ডুমাইন ইউনিয়ন ব্যাপী গরীব , দুস্থ এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র জ্যাকেট এবং শোয়েটার বিতরণ করেন ।
এ উপলক্ষে গত শুক্রবার, শনিবার ( ৩ ও ৪ঠা জানুয়ারী-২৫) সকাল ১০টায় সংগঠনের সভাপতি শাহ আজাদ মাহাবুব বিপ্লব এর বাসভবন থেকে ইউনিয়নের সব ওয়ার্ডের সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের হাতে হাতে শীতবস্ত্র তুলে দেন তাঁরা তাদের ওয়ার্ডের গরীব , দুস্থ এবং অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন “ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি” সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ সহ আরো অনেকে । বিতরন কালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ আজাদ মাহবুব বিপ্লব বলেন, বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ।
কনকনে শীতের দাপট, কুয়াশায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। কনকনে শীতের দাপটে দেশের অসহায়, দুস্থ,গরীব মানুষ বেশি কষ্ট পায়। তাই আপনারা যার যার অবস্থান থেকে শীতবস্ত্র নিয়ে গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তীব্র শীতের প্রকোপ থেকে গরীব মানুষদেরকে রক্ষা করতে বিশেষ অনুরোধ জানান।