13yercelebration
ঢাকা
শিরোনাম

দেশের স্বার্থে ও স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে সমঝোতা স্বাক্ষর-নবায়ন হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জনগণের আস্থা তৈরি করবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি -তথ্য প্রতিমন্ত্রী 

মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি করে মানসম্মত চিকিৎসক তৈরি করতে হবে -স্বাস্থ্যমন্ত্রী

জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ -পরিবেশমন্ত্রী

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে সংঘর্ষ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের অভিযোগে পোলিং অফিসার আটক

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের দায়ে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক তিন

আজকের সর্বশেষ সবখবর

ভোলায় যুবদলের কমিটিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

admin
June 5, 2018 12:06 am
Link Copied!

জেলা প্রতিনিধি,ভোলা: ভোলায় জেলা যুবদলের কমিটিতে পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেন। তারা শহরে সদ্য অনুমোদিত কমিটি বাতিলের দাবীতে ঝাড়–ু– মিছিল,কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকাদাহ, অবাঞ্চিত ঘোষনা করেন।

সোমবার(৪জুন)দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কায়েক ও সদস্য সচিব মো. কবির হোসেনের নেতৃত্বে একটি ঝাড়–– মিছিল বের হয়ে শহরের কে জাহান মার্কেট সামনে গিয়ে শেষ হয়।

সেখানে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও যুগ্ম-সাধারন সম্পাদক নুর ইসলাম নয়ন এর কুশপুত্তলিকাদাহ করা হয় এবং তাদেরকে ভোলায় অবাঞ্চিত ঘোষনা করেন। এরআগে জেলা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিত যুবদলের নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন না করে অর্থের বিনিময়ে কেন্দ্রীয় নেতারা ভোলা জেলা যুবদলের কমিটির অনুমোদন দেন। আমরা এ কমিটি মানি না, এবং বিএনপি ও যুবদল কার্যালয় তালা মেরেছি। তিনি আরো অভিযোগ করেন, যাদের কমিটিতে রাখা হয়েছে তারা কেউই বিগত দিনে দলীয় কর্মসূচী আন্দোলন-সংগ্রামের রাজপথে ছিলেন না। সদ্য ঘোষিত যুবদলের কমিটি বাতিল করে পুনরায় গঠনতন্ত্র অনুযায়ী যুবদলের কমিটি অনুমোদনের দাবী জানান।

তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, যুবদলের কমিটি বাতিল করা না হলে বিএনপি ও যুবদলের কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ও যুবদলের ৫ হাজার নেতাকর্মী দল থেকে গন পদত্যাগ করবে।
এ সময় যুবদলের সাবেক সদস্য সচিব মো. কবির হোসেন, যুবদল নেতা আবুল কালাম বাহালুল, খায়রুল আলম মিলন, মিজানুর রহমান ও মনির উদ্দিনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ ১৪ বছর পর গত ১ জুন (শুক্রবার) যুবদেলের কেন্দ্রীয় কমিটি ভোলা জেলা যুবদলের সুপার ফাইভ কমিটি অনুমোদন করেন। এই কমিটি ঘোষনার পরপরই পদ বঞ্চিত নেতারা বিক্ষোভ মিছিল ও জেলা বিএনপি এবং জেলা যুবদলের অফিসে তালা ঝুলিয়ে দেন।

http://www.anandalokfoundation.com/