নিউজ ডেস্ক: বাংলাদেশের সেনাবাহিনী সম্প্রতি ১১টি মাইন-রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড (MRAP) সামরিক যান পেয়েছে। এগুলো নির্মাণ করেছে ভারতের টাটা মোটরস ডিফেন্স সলিউশন।
সন্ত্রাস বিরোধী কাজে ও বিদ্রোহীদের পাতা মাইনের বিরুদ্ধে এসব সামরিক যান ব্যবহার করা হয়ে থাকে। এতে সেনাবহিনীর সুরক্ষা ও সক্ষমতা বেড়েছে।
ভারতের সামরিক, আধা সামিরক এবং পুলিশ এসব চার চাকার সামিরক যান ব্যবহার করে থাকে। একেকটি সামরিক যানের ওজন ১৪.৩ টন।
একজন চালকসহ ১২ জন সৈন্য থাকার ব্যবস্থা রয়েছে এটিতে। ১ হাজার ৪০০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করার ক্ষমতা রয়েছে।
গত মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করে এসব সামরিক যান। বুধবার বাংলাদেশ কর্তৃপক্ষ এসব হস্তান্তর বুঝে নেয়।