টুইটে ভারতীয় খাবারকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন শিক্ষাবিদ টম নিকোলস। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেছেন। নিকোলসের এমন মন্তব্যে ভারতের সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় চলছে।
মার্কিন শিক্ষাবিদ টম নিকোলস টুইট বার্তায় লিখেন, ‘ভারতীয় খাবার অতীব জঘন্য। আর আমরা শুধুমাত্র ভান করে এমন খাবার খাই। তাই না?’
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ইউএস নেভাল ওয়্যার কলেজের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক টম নিকোলস।
টমের এমন মন্তব্যের পর সমালোচনায় ফেটে পড়েন নেটিজেনরা।

নীল কাটিয়াল বলে এক ব্যক্তি টুইট করেন, ‘আপনার জিভে কি স্বাদকোরক নেই?’ এই প্রসঙ্গে প্রাক্তন মার্কিন অ্যাটর্নি প্রীত ভাড়ার টুইট করে লেখেন, ‘টম তোমার ভাবনা চিন্তার বদল দরকার। আমার সঙ্গে একদিন খেতে চলো আসল ভারতীয় খাবারের স্বাদ কী জানতে পারবে।’
তবে এই বিষয়ে আরও একটি টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই মার্কিন অধ্যাপক।
তিনি লেখেন, ‘ হয়ত আমার ডিএনএ ভারতীয় খাবার সহ্য করতে পারে না। এর আগেও অনেক জনই আমার এই মতামত বদলানোর চেষ্টা করেছিল। কিন্তু কেউই সফল হয়নি। ’