14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত

admin
May 16, 2017 7:56 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত হয়েছে। এসময় হামলায় বসত ঘর  ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সিরাজ আকন ও তার পরিবারের লোকজন ছোট ভাই মাওলার স্ত্রী ঝুমুরকে মারধর করে ফেলে রাখে।

স্থানীয়রা ঝুমুরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। মারধরের বিষয়টি বড় ভাইর কাছে ছোট ভাই মাওলা জানতে চাইলে তাকেও মারধর করে আহত করে তার ঘরের মালামাল ভাংচুর করে সিরাজ ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় মাওলা আকন বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

http://www.anandalokfoundation.com/