আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের মধ্যাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গতকাল সোমবার দেশটির গোয়াইস প্রদেশের রাজধানী গোইয়ানিয়া কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরে হঠাৎই কারাবন্দীদের দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে এক বন্দীকে শিরশ্ছেদ করা হয়।
এ সময়, কারাগারটিতে গোলাগুলি শুরু করে শতাধিক বন্দী পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় কারাকর্তৃপক্ষ। ব্রাজিলের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় প্রায়ই এ ধরনের দাঙ্গার ঘটনা ঘটে থাকে।