মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি মরহুম আঃ কুদ্দুস বিশ্বাস এর ছেলে আমেরিকান প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন বিশ্বাস(নান্নু) এর অর্থায়নে বর্তমান কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) এর ব্যক্তিগত উদ্যোগে দেশে করোনা ভাইরাস উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে কামারখালী ইউনিয়নে চরপুখুরিয়া গ্রামের মধ্যে হাবিব মোল্যার বাড়ীর সামনে রবিবার গ্রামের মাতুব্বরদের উপস্থিতিতে গরীব, বেকার, এতিম, বিধবা,অসহায়দের মাঝে শতাধিক লোকের চাউল,ডাউল, আলু বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) , কামারখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোতালেব বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ বাকী মিয়া,মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু),মোঃ আসাদুজ্জামান(পান্না) ,মোঃ তছলিম বিশ্বাস,মুকুল, তিতু,খোকন, পিকুল , মুসা, বাবুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।