আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ বুধবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার বোয়ালমারী থানাধীন রতনদিয়া গ্রামে অভিযান চালিয়ে মোছাক কাজী(৫৫) ও মোঃ রাজেদুল(২২) দুই মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে। মোছাহাক উপজেলার রতনদিয়া গ্রামের মৃত হাশেম কাজীর ছেলে ও রাজেদুল একই উপজেলার ধর্মহাট গ্রামের মোঃ আকবর শেখের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার গাঁজা ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ গাঁজা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত আসামীদেরকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।