14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বোদায় গৃহবধুকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ

admin
November 15, 2018 9:54 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

১৫ নভেম্বর (বৃহঃবার) দুপুরে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের কাদেরপুর কৈইমারী গ্রামে লিলি আক্তার (২৫) নামের গৃহবধুর লাশ উদ্ধার করে বোদা থানার পুলিশ। পরে পুলিশ লাশ ময়নাতন্তের জন্য পঞ্চগড় আধুনকি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনায় প্রকাশ, বুধবার রাতে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের কাদেরপুর কৈইমারী গ্রামের হাসিম উদ্দীনের ছেলে বাবুল হোসেন (৪০) লিপি আক্তারকে গলা টিপে হত্যা করে মুখে বিষ ঢেলে পালিয়ে যায় বলে লিপির পরিবার অভিযোগ করে।

পুলিশ জানায়, এ ব্যাপারে বোদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/