13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টানা ৪ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর

Dutta
July 19, 2021 8:34 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ঈদ উপলক্ষ্যে  মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন বেনাপোল স্থলবন্দর প্রতিবেশি দেশ ভারতের সাথে বন্ধ থাকছে আমদানি-রফতানি বাণিজ্যক কার্যক্রম।  তবে এসময় আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাদের দূতাবাদের ছাড়পত্র থাকবে সেসব পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন বলে জানা গেছে।
এদিকে আমদানি, রফতানি বন্ধ থাকায় ব্যস্ততম এ বন্দরটি এখন জনশুণ্য। কোথাও নেই কোন কর্মব্যস্ততা বা কোলাহল।  তবে অপ্রিতিকর ঘটনা এড়াতে নজরদারী রয়েছে বন্দরের নিরাপত্তা কর্মী ও পুলিশের।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জ্রলিল  জানান, মঙ্গলবার ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত  ঈদের ছুটি । ২৪ জুলাই থেকে আবারও  দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।  ছুটির মধ্যে বন্দরে যাতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ঈদ ছুটিতে   বেনাপোল বন্দর দিয়ে আমদানি,রফতানি বন্ধ থাকলেও যারা ভ্রমন নিষেধাজ্ঞার আগে ভারতে অবস্থান করছিলেন তারা দূতাবাসের ছাড়পত্র নিয়ে  ফিরছেন। এছাড়া ছাড়পত্র থাকলে বাংলাদেশিরাও যেতে পারবেন ভারতে।
http://www.anandalokfoundation.com/