13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
October 28, 2019 6:26 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থল বন্দরে সোমবার (২৮ অক্টোবর) আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।
এদিকে, আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই বন্দরে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পচনশীল জাতীয় খাদ্যদ্রব রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক জনান, দীপাবলি উৎসবে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে সোমবার আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে এপথে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল বন্দর পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ছুটির মধ্যে যাতে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/