বেনাপোল স্থল বন্দর থেকে জোর করে বাদ দেওয়া শ্রমিকদের দাবি আদায় নিয়ে দুই পক্ষর গন্ডগোলে ককটেল বিস্ফোরন এর ঘটনার জের ধরে বেনাপোলে একটি মার্কেট , আইসিবি নামে একটি ব্যাংক, কাজ টাওয়ার, বেনাপোল পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয় ও হাজী মোহাম্মাদ উল্লাহ সুপার মার্কেট ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
বেনাপোল পৌর আওয়ামীলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোজাফফার হোসেন। তার লিখিত বক্তব্য বলেন, বেনাপোল স্থল বন্দরের ঠিকাদার প্রতিনিধি ও ৯২৫ হ্যান্ডলীং শ্রমিক ইউনিয়ন এর অবৈধ সাধারন সম্পাদক অহিদুজ্জামন অহিদ এর নেতৃত্বে এ ভাংচুর ও বোমা হামলার ঘটনা ঘটে। অহিদুজ্জামান এর সন্ত্রাসী বাহিনী যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর মালিকানাধীন নিত্যহাট মার্কেট, তার কাজ টাওয়ার , বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ও তার আত্নীয়র হাজী মোহাম্মাদ উল্লাহ মার্কেট এবং সাবেক ছাত্রলীগের দুই জন নেতার মোটর সাইকেল ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা নিত্য হাটে বোমা হামলা চালায়। এই ঘটনার সুষ্ঠু তদন্তর জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়া এধরনের সন্ত্রাসী মুলক কর্মকান্ডের তিনি তীব্র ঘৃনা ও নিন্দা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম,বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স,সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ প্রমুখ।