যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ১ টি মোটর চালিত ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার দুর্গাপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে জিল্লু রহমান (৪০)।
সোমবার (২৪ মার্চ) ভোরে পুলিশ জানায়,বেনাপোল পোট থানাধীন বেনাপোল পৌরসভার দূগাপুর রোড এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১ টার সময়, গাজা পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর চালিত ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, উক্ত ঘটনায় বেনাপোল পোট থানার মামলা নং ১৭ তাং ২৪/০৩/২৫ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯( ক)/ ৪১/৩৮ রুজু করা হয়েছে।