14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল কোম্পানি সদরে বিজিবির ইফতার পার্টির আমন্ত্রনে মেয়র লিটন

Link Copied!

বেনাপোল কোম্পানি সদরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার পার্টিতে মঙ্গলবার বেনাপোল কোম্পানি সদরে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

ইফতার ও দোয়া মাহফিলের আগে সংপ্তি এক বক্তব্য মেয়র লিটন বলেন বিজিবি আমার অত্যান্ত কাছের দেশ রা মাতৃকার প্রানের একটি বাহিনী। দেশের সীমান্তে চোরাচালানে বিজিবির ভুমিকা প্রশংসনিয়। সীমান্তের দুর্গম এলাকায় দেশের এসব গর্বিত সৈনিকেরা তাদের দায়িত্ব পালন করে জীবনের ঝুকি নিয়ে। এই বাহিনীর অবদান ছিল দেশ স্বাধীনের সময়। দেশকে পাকিস্থানী হানাদার বাহিনীর হাত থেকে রার্থে এদেশের অনেক বীর সৈনিক শহিদ হয়েছেন। এখনও দেশের চোরাচালন রোধে নারী শিশু পাচার রোধে বিজিবির অবদান অস্বীকার করার কোন উপায় নাই। এই সংস্থাটির সাফল্য কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কোম্পানি সদর এর সুবেদার মাহবুবুর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু ও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

http://www.anandalokfoundation.com/