14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে হাস্যরসে আইয়ুব আলীর ভূলে ভরা ১০২-তম জন্মদিন পালিত

নিউজ ডেস্ক
December 10, 2021 9:36 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোলে হাস্যরসে আইয়ুব আলীর ভূলে ভরা ১০২-তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বন্দরের সামনে আফরিন-আফরানা ভবনে সাংবাদিক সন্তান শেখ কিরণ-কণিকার কৌতুহলি আয়োজনে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে ও খিচুড়ি ভোজের মধ্য দিয়ে এ ভূলে ভরা জন্মদিন পালিত হয়।
এ বিষয়ে জন্মদিনের আয়োজনকারি কৌতুহলি শেখ কিরণ ও শেখ কণিকা জানায়, গত কয়েক মাস পূর্বে তারা স্থানীয় বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড, নামাজগ্রাম’র বাসিন্দা আইয়ুব আলীর ফেসবুক আইডি খুলে দেয়। এসময় তার আইডি কার্ডে ১০.১২.১৯১৯ সাল দেখে এবং তার পিতার নাম তোতা মিয়ার স্থলে আব্দুস সামাদ দেখতে পাই। সেথেকে তারা কৌতুহল বসত: ১০ ডিসেম্বর দিনটি মনে রাখে এবং নিজ বাড়িতে খিচুড়ি রান্নাসহ ব্যানার, ফেসটুন, কেক নিয়ে সাংবাদিক কাকুদের খবর দেয় এবং আইয়ুব আলীকে অনাহুতের মতো ডেকে এনে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে তার এই ভূলে ভরা জন্মদিন পালন করে।
এ বিষয়ে ১০২-তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আইয়ুব আলী বলেন, তার বয়স ৬২ বছর হলেও আইডি কার্ডে জন্ম তারিখ- ১০.১২.১৯১৯ সাল এবং তার পিতার নাম তোতা মিয়ার স্থলে আব্দুস সামাদ হওয়ায় সে জমি কেনা-বেচাসহ পাসপোর্ট বা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় কোন কাজ করতে পারছেনা। বারংবার সে শার্শা উপজেলা নির্বাচন অফিসে আইডি কার্ড সংশোধনের জন্য গেলেও কোন প্রতিকার হয়নি। এজন্য তার এই জন্মদিন অশুভ জন্মদিনে পরিণত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ মল্লিক স্বপন, সহ-দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম বিশ্বাস আইন বিষয়ক সম্পাদক রাজন হোসেন, কোরবান আলী প্রমুখ।
http://www.anandalokfoundation.com/