14rh-year-thenewse
ঢাকা

বেনাপোলে সাড়ে ৯ কোটি টাকা ব্যায়ে আন্তর্জাতিক প্যাচেঞ্জার ও বাস টার্মিনাল এখন স্হলবন্দরের অফিস

admin
September 5, 2016 10:09 am
Link Copied!

বেনাপোল প্রতিনিধি :  বেনাপোলের আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এবং বাস টার্মিনাল বিগত ৩ বছর আগে উদ্বোধন হলেও চালু হয়নি। যাত্রীর সেবার মান বাড়াতে সাড়ে সাত কোটি টাকার আন্তর্জাতিক এ প্যাচেঞ্জার টার্মিনাল পড়ে রয়েছে অলস।

বন্দর সূত্র জানায়, ২০১৩ সালের ২৩ আগস্ট নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার ও ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল ভবন দুটির উদ্বোধন করেন। ভবন দুটি তৈরিতে ভূমি অধিগ্রহণে আরও ব্যয় হয় প্রায় ৩ কোটি টাকা।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ১৯৭২ সালের পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে প্রতিদিন ভারত থেকে তিন থেকে সাড়ে ৩শ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তেমনি দেড়শ থেকে ২শ ট্রাক বাংলাদেশি পণ্য রফতানি হচ্ছে ভারতে।

এছাড়া ব্যবসা, চিকিৎসা ও বেড়াতে প্রতিদিন এপথে দেশ, বিদেশি হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়া করছেন। এসব যাত্রী বহনে বন্দর এলাকায় ১৫ থেকে ২০টি বাস কাউন্টারের মাধ্যমে অর্ধশতাধিক দূরপাল্লার বাস যাতায়াত করছে। একারণে প্রথম থেকেই ব্যস্ততম বেনাপোল স্থলবন্দর। কিন্তু বেনাপোল বন্দরে অবকাঠামোগত উন্নয়ন সমস্যায় যানজট যেন নিত্য সঙ্গী।

বেনাপোলের মানিচেঞ্জার ব্যবসায়ী মশিয়ার রহমান জানান, প্রতিদিন পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে সরকারের ২০ থেকে ২২ লাখ টাকা ভ্রমণ কর বাবদ রাজস্ব আয় হচ্ছে। কিন্তু এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের সেবার মান শুরু থেকেই খুব নাজুক। বেনাপোলে বাস থেকে নামার পর দালালের খপ্পরে পড়ে প্রায়ই যাত্রীরা প্রতারিত ও সর্বস্ব হারাচ্ছে।

এ ব্যাপারে প্রশাসনের কড়া কোনো ভূমিকা দেখা যায় না। হরতাল, অবরোধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই বেনাপোলে আটকা পড়েন যাত্রীরা। ইমিগ্রেশন ও কাস্টমসে তাদের বিশ্রামের কোনো ব্যবস্থা নেই। হরতালের সময় পরিবহন কাউন্টারগুলো বাড়তি ঝামেলা এড়াতে আগে থেকে অফিস বন্ধ করে রাখে।

এছাড়া ব্যক্তি মালিকানায় এখানে পর্যাপ্ত আবাসিক হোটেল গড়ে ওঠেনি। এতে যাত্রীরা হোটেলে সিট না পেয়ে স্বজনদের সঙ্গে নিয়ে রাস্তায় বসে সময় কাটাতে দেখা যায়। একারণে প্যাসেঞ্জাজার টার্মিনালটি যাত্রীদের ব্যবহারের সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ‘আন্তর্জাতিক বাস ও প্যাসেঞ্জার টার্মিনাল দুটি চালু করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কিছু মানুষের অসহযোগিতার কারণে বৃহৎ এই জনস্বার্থ রক্ষার কাজে বিঘ্ন ঘটছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, কিছু সমস্যার কারণে পরিবহন কর্তৃপক্ষ ও যাত্রীদের ভবন দুটি ব্যবহার করতে দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত সেখানে পুলিশ ক্যাম্প ও বন্দরের অফিসিয়াল কাজ চলছে। তবে, বাস টার্মিনালে কিছু কিছু বাস রাখা হচ্ছে। দ্রুত এগুলো যাত্রীরা যাতে সম্পুর্ন ব্যবহার করতে পারে। সে জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

http://www.anandalokfoundation.com/