স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল ও ২ টি মোটরসাইকেলসহ তাছের আলী (৩৯) সুইট আহম্মেদ (২৭) হারুনা রশিদ (২৯) শরিফুল ইসলাম (৩০) নামে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশের গোয়েন্দা শাখা।
আটক আসামীরা হলেন,বেনাপোল পোটথানাধীন এলাকার শরিফুল ইসলাম (৩০) সুইট আহম্মেদ(২৭) হারুনা রশিদ(২৯) শরিফুল ইসলাম (৩০)।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে, বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবা ১০ বোতল ফেনসিডিল এবং২ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩.৩৬০০০ টাকা।
যশোরের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়।