14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালকিনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৩ মার্চ)  সন্ধায়  উপজেলা সার্কিট হাউজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল   অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল বেপারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মোঃ মামুন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে ৫ ই আগষ্ট আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে অনুযায়ী প্রত্যেক নেতাকর্মীকে হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিস্টান কোন ভেদাভেদ না রেখে দেশের কল্যাণে কাজ করার কথা বলেন।তিনি বলেন জনগন ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত তাই সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক  সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মুন্সি, সহ সভাপতি এ্যডভোকেট বদিউজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিমউদদীন, সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম,  সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম, যুবদল নেতা মামুন সিকদার, যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার,সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কাওছার হোসেন নান্না, তুহিন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজলসহ  বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ আরও অনেকে।

http://www.anandalokfoundation.com/