আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥ বৃষ্টি বাধায় চলছে কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন। গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মেয়র পদটি শুন্য হয়ে যায়।
এদিকে গত কয়েক দিনে থেমে থেমে বৃষ্টির হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। এরমধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। সকালে কেন্দ্র গুলোতে যেয়ে দেখা যায় কোন ভোটার নেই। বৃষ্টির কারনে ভোটাররা এখনো কেউ কেন্দ্রে আসেনি বলে জানা গেছে। তবে অনেকে ভোটের প্রতি আগ্রহ নেই বলেও জানিয়েছে।
নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতিক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া এনামুল হক ইমান নামের এক ব্যক্তি নারিকেল গাছ প্রতিক নিয়ে ভোটে অংশ নিলেও তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে নেয়।
উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ ৮৮ জন। কেন্দ্র রয়েছে ১৯ টি। এছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রনে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছে।