ইছানুর রহমান, বাঁকড়া (ঝিকরগাছা): ‘মানসির (মানুষ) বাড়ি এখন আর কাজ করতি নেয় না। করুনার (করোনা) জন্ন্যি গ্রামে গিলি ভিক্কেও (ভিক্ষা) পাইনে। সবাই বলে দূরী থাকো, এখন এলাকায় এসো না। আমাগের কিছু নেই আমরা খাবো কি? আমরা কি না খেয়ে মরবো?’ স্থানীয় ভাষায় এভাবেই বলছিলেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ৫নং রাজবাড়ী ওয়ার্ডের রাজবাড়ী গ্রামের ঋষি মহল্লার বাসিন্দা বৃদ্ধা জাহানারা খাতুন (৬৪)।
করোনার প্রভাবে অন্যের বাড়িতে কাজ ও ভিক্ষা করা বন্ধ হওয়ায় খুবই দুঃশ্চিন্তায় আছেন প্রকাশ করে তিনি বলেন, ‘শুনিছি কতো মানুষ চাল-ডাল পেইছে। ওইপাশতে ওইপাশতে চলি গেছে, তা আমাগের এদিকি আসিনি। একজনরে বলিলাম, সে বলিলো এবার আসলি দেবে, তা এখনো আসিনি।
ভিক্ষুক জাহানারা কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, চাল-ডাল কি আমরা পাবো না বাবা? স্বামী মারা যাওয়ার পর থেকে আমি সরকারের কোনো সহযোগিতা পাইনি। চেয়ারম্যান, মেম্বার কেউ দেখে না। কতোবার দুপুরি রোদি না খেয়ি তাদের কাছে গিছি তারা কিচ্ছু দিইনি। তাই এখন আর যাইনে। হেতনি (বারান্দায়) আমার পাগল মেয়ি পা ভেঙি শুয়ে রইছে, তার দাক্তার দেখাতি পারিনে। আরো দুডো পুতা (মেয়ের সন্তান) আছে তারা ছোটো।’
শুধু ভিক্ষুক জাহানারাই নন, চলমান করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছেন শংকরপুর ইউনিয়নের কর্মহীন অন্তত ১৭১টি শ্রমজীবী পরিবার। ইউনিয়নের প্রায় ২০৭০টি শ্রমজীবী পরিবারের মধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রথম ৮০টি এবং পরে ১৯০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়েছে। ফলে শংকরপুর ইউনিয়নে সিংহভাগ হতদরিদ্র পরিবারের মাঝেও খাদ্য সহায়তা পৌঁছায়নি। এতে করে প্রায় সবগুলো পরিবারের মধ্যেই খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভিক্ষুক জাহানারার বাড়িতে জনতার ভিড়! তাদের মধ্য এক প্রতিবেশী বলে উঠলেন আপনারা কেমন সাংবাদিক জাহানারা এখনো ত্রাণ পায়নি? তার একটা ১০ টাকা কেজি চালের কার্ড ছিলো, কার্ডটি বিধবা ভাতা দেওয়ার কথা বলে নিয়ে গেছে। সেই কার্ডে এখন অন্যরা চাল উঠিয়ে নিচ্ছে। বিধবা ভাতা দূরের কথা, স্বামী মারা যাওয়ার পরে কোনো ধরনের সরকারি সহযোগিতাই তিনি পাননি। চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে আমিও তার জন্য অনেকবার গেছি কিন্তু দেয়নি।
স্থানীয়রা জানান, দেশে যে পরিস্থিতি চলছে এতে জাহানারার ভিক্ষাও বন্ধ। চার সদস্যের সংসার কি করে চলবে? তার একটি মেয়ে মানসিক প্রতিবন্ধী। সে সড়ক দুর্ঘটনায় দুই পা ভেঙে বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে। এই প্রতিবন্ধী মেয়ের আবার সাত-আট বছরের দুইটা বাচ্চা আছে। তারা লেখাপড়া করবে কিভাবে? তারা তো ঠিক মতো খেতেও পারে না। এই পরিস্থিতিতেও কোনো ত্রাণ সামগ্রী পায়নি। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ত্রাণ বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেন তারা।
দরিদ্র চা বিক্রেতা আজি সরদারের (৪২) সংসারে স্ত্রী, প্রতিবন্ধী মেয়ে ও এক ছেলে নিয়ে রীতিমত বিপাকে রয়েছেন। প্রতিদিন চা বিক্রি করে তার সংসার চালাতেন। কিন্তু লকডাউনের কবলে পড়ে চায়ের দোকান বন্ধ রয়েছে। ফলে গত ২০ দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন।
ভ্যানচালক রফিকুল ইসলামের স্ত্রী রুপভান বিবি বলেন, ‘সরকার রাস্তায় ভ্যান চালাতে দিতি না। খাওয়া দাওয়া নেই তাই আমরা উপোস করছি। সরকার আমাগের এলাকায় কিছু দেয় না কেনো? সামনে যারে পাচ্ছি তারে বলছি আমাগের কিছু খাওয়া দে? কিন্তু কেউ দেয় না। এখন আমরা বাঁঁচপো কি কইরে?’
এ বিষয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাছোয়ার গাজী বলেন, তালিকা অনুযায়ী বরাদ্দ অনেক কম পাওয়ায় তাকে ত্রাণ দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে অবশ্যই দেওয়া হবে এবং তার একটি বয়ষ্ক ভাতার কার্ডও করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই দাবি করেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম।
সার্বিক বিষয়ে জানতে চাইলে শংকরপুর ইউপি চেয়ারম্যান নিছার উদ্দিন বলেন, আগের তালিকা ছিলো ২৫০ জনের। কিন্তু ত্রাণ এসেছিলো ১৯০ জনের। তাই বাদ পড়ে যেতে পারে। আবার তালিকা হচ্ছে, আমি বিষয়টি দেখবো।
শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ বলেন, জাহানারা ভিক্ষা করে। কিন্তু তাকে ত্রাণ দেওয়া হয়নি এটি অত্যন্ত লজ্জাজনক। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।