স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: সরকার যখন ঐতিহ্যবাহী নদ-নদী গুলোর নাব্যতা ফিরিয়ে আনতে কোটি কোটি টাকা খরচ করে খনন কাজ করছে তখন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত বুড়ি ভৈরব নদীর মাঝে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি প্রায় ২ একর ৩৫ শতক নদী দখল করে তৈরি করেছে বড় পুকুর। এতে নদী খননের উদ্দেশ্য বাধা গ্রস্থ হবে। সেই সাথে পাল্টে গেছেন নদী খননের ম্যাপ।
অভিযোগ উঠেছে সিদ্দিকুর রহমান নামের ঐ ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও নদী খনের ঠিকাদারের ম্যানেজারকে টাকার বিনিময়ে এই কাজ করেছেন। আর সিদ্দিকুর রহমান দাবি করেছেন তার পুকুর নিজস্ব জমিতেই রয়েছে। স্থানীয় দুই গ্রাম মাসলিয়া ও হাসিলবাগের বাসিন্দারা অভিযোগ করেছেন প্রভাবশালী হওয়ায় পানি উন্নয়ণ বোর্ড এই পুকুর এলাকায় খনন না করেই পাশে খনন শুরু করেছে। এ ঘটনায় মাসলিয়া গ্রাম বাসীর পক্ষে আব্দুল জান্নান নামের এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভুমি অফিসে অভিযোগ দায়ের করেছেন। নদীর মধ্যে থেকে পুকুর উচ্ছেদের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচীও পালন করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন ও বারবাজার ইউনিয়নের মাঝ দিয়ে বুড়ি ভৈরব নদী গেছে।এই নদীটিতে নাব্যতা ফিরিয়ে আনতে সরকার প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে খনন কাজ করছে। কিন্তু নদীর মাঝে মাসলিয়া মৌজা ১৫৯ বর্তমানে ১৪৫ মৌজার ১০৩ নং খতিয়ান, দাগ নং ৫৯ এলাকায় নদীর জমিতে প্রায় ২.৩৫ শতক জমি দখল করে পুকুর তৈরি করেছে। বর্তমানে ঐ নদীতে খনন কার্যক্রম চলছে। কিন্তু ঠিকাদারের ম্যানেজার ও পানি উন্নয়নবোর্ডের যোগসাজসে হাজী সিদ্দিকুর রহমান একটি পুকুর বানিয়েছেন। তার পুকুর এলাকায় পানি উন্নয়ন বোর্ড অল্প কিছু খনন করে নদীর পথকে বা ম্যাপকেই পরিবর্তন করে দিয়েছে। পাশ থেকে অনেক বেশি খনন করলেও সেখানে খনন করা হয়নি। ইতিমধ্যে ওই জমির পাড়ে পানি উন্নয়ণ বোর্ড গাছ লাগিয়ে গেছে।
মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান (০১৭২৮০৪৮৬৬৮), সম্পুর্ণ অবৈধ ভাবে নদীর জায়গা দখল করে সিদ্দিকুর রহমান পুকুর তৈরি করেছেন। বিষয়টি অভিযোগ আকারে পানি উন্নয়নবোর্ডে ও ঠিকাদারকে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।
লিখিত অভিযোগকারী আব্দুল জান্নান (০১৭২৫২২৪০৯৩) জানান, তাদের ব্যক্তিগত জমির মধ্যে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার নদী খনন করলেও সিদ্দিকুর রহমানের পুকুরে পাড় তারা বেধে দিয়েছে। আমরা গ্রামবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।
হাসিলবাগ গ্রামের আবু বক্কার জানান, তাদের প্রায় ৩৫ শতক ফসলি জমি নদীর মধ্যে খনন করে নিয়েছে। কিন্তু পাশের হাজী সিদ্দিকের প্রায় ২.৩৫ একর জমি পানি উন্নয়ণ বোর্ড হাত না দিয়ে বরং খনন করে দিয়েছে।