14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার এর রাষ্ট্রীয় দাফন সম্পন্ন

Link Copied!

বরিশালের কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’১৫ আগষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ঘনিষ্ট সহচর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাজিহার ইউপি সাবেক চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ সিকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল এগারোটায় আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর নেতৃত্বে ওসি মো. আলম চাঁদ পুলিশ সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

পরে মরহুমের কফিনে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা শেষ শ্রদ্ধা নিবেদন করে মহুমের রুমের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন সিকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ও সাধারণ মুসুল্লীরা।

প্রকাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার (৯৩) পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনাগ্রাহী রেখে বার্ধক্যজনিত কারনে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ছোট বাশাইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

http://www.anandalokfoundation.com/