14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে এবার ‘ফ্লোরোনা’ হানা

নিউজ ডেস্ক
January 1, 2022 6:04 pm
Link Copied!

ইসরাইলে প্রথমবারের মতো এক অন্তঃস্বত্তা নারীর শরীরে  ‘ফ্লোরোনা’ শনাক্ত হয় ।  ‘ফ্লোরোনা’ হচ্ছে করোনা ও ইনফ্লুয়েঞ্জার যৌথ রূপ ।

আক্রান্ত ঐ নারী করোনার টিকা নেয় নি। চলতি সপ্তাহেই প্রসব যন্ত্রণা নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি।

করোনার পাশাপাশি হঠাৎ করেই ইসরাইলে  ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়েছে।

ফ্লোরোনা সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।  এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

অবশ্য ফ্লোরোনার সংক্রমণ থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন চিকিৎসকরা। এই রোগ ঠেকাতে যত দ্রুত সম্ভব করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, ইসরাইলের স্বাস্থ্য বিভাগ শুক্রবার থেকে কারোনার চতুর্থ জোজ দেওয়া শুরু করেছে।

http://www.anandalokfoundation.com/