14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিপিও খাতে এক লাখ কর্মসংস্থান হবে

admin
April 15, 2018 3:18 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  বিপিও সামিটের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে আমাদের এ খাতের অবস্থানকে তুলে ধরা। ২০০৯ সালে বাংলাদেশে এই খাতে মাত্র ৩০০ কর্মী ছিল, এখন তা ৪০ হাজারের উপরে অবস্থান করছে। আশা করছি আগামী ২০২১ সালের মধ্যে এ খাতে এক লাখ কর্মসংস্থান হবে।বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিপিও সম্মেলন বাংলাদেশ-২০১৮ উদ্বোধন হয়। এসময় সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের অবস্থান তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে এই সামিট।

তৃতীয়বারের মতো আয়োজিত এই সামিটে প্রযুক্তি ব্যবসা বিশেষ করে আউটসোর্সিং ব্যবসা পরিচালনা, ব্যবসার উন্নয়ন, বিনিয়োগ সম্পর্কে ধারণা তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের আউটসোর্সিং খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাংলাদেশ অ্যাসোসিসেয়শন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, আইটি সেক্টর থেকে ১০ বছর আগে বছরে আড়াই কোটি ডলারের সমান রপ্তানি করতো। এখন সেটা ৮০০ কোটি ডলার অতিক্রম করেছে। শুধু আউটসোর্সিং থেকে আয় হচ্ছে ৩০ কোটি ডলারের বেশি।

তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এখন বিশ্বে প্রতিযোগিতা করে যাচ্ছে বলে জানান তিনি।

http://www.anandalokfoundation.com/