রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত উড়োজাহাজটি প্রশিক্ষণ বিমান নয়, যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ছোট ব্যাখ্যার প্রয়োজন, কিছু কিছু গণমাধ্যম লিখছে সোমবার বিধ্বস্ত বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল।
বিনীত ভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধের উপযোগী একটি যুদ্ধবিমান, এটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।