স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার(১৫ মে) দিনভর সেনাবাহিনী ও পুলিশ ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)খোরশেদ আলম চৌধুরী।
জনাব খোরশেদ আলম চৌধুরী বলেন, নিজামপুর, গাতিপাড়া,গোড়পাড়া,লক্ষণপুর, শিকারপুর,বাহাদুরপুর,শাখারিপোতা ,বোয়ালিয়ামানিক,বেনাপোল বাজার মনিটরিং করা হয়।
এসময় দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় গোড়পাড়ার তাইজুল ইসলামকে, ১০০/,কন্দর্পপুরের আয়নালকে, ৫০০/, শাখারিপোতার কামাল হোসেনকে, ৫০০/,শহিদুল ইসলামকে ২০০/,ও জালাল উদ্দীন,১,০০০/=সর্বমোট ২,৩০০(দুই হাজার তিনশত) টাকাসহ মোট পাঁচ জনকে জরিমানা করা হয়।
এসময় সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা বাজারে ঘুরাফেরা না করে ঘরে থাকার জন্য বলা হয় এবং মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।