14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 14, 2025
আজকের সর্বশেষ সবখবর

বিছানা আপনাকে ভূমিকম্প থেকে রক্ষা করবে

admin
December 20, 2015 3:57 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযু্ক্তি ডেস্ক: ইতোমধ্যে ভূমিকম্পে জাপান এবং নেপালে স্মরণকালের সবচে বেশি ক্ষতি হয়েছে। মুহূর্তেই সব লন্ড ভন্ড করে দিতে পারে এই প্রাকৃতিক দুর্যোগ। নির্দিষ্ট রিখটার স্কেল পর্যন্ত বাড়িগুলোকে ভূমিকম্প থেকে রক্ষা করা যায়। যদি এমন কোন বিপদে আপনি পড়েন আর আপনার বিছানা আপনাকে রক্ষা করবে। সেই বিছানাকে আপনি জীবন রক্ষাকারী বলতেই পারেন। এমনি একটি কনসেপ্ট বিছানা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

নতুন এই কনসেপ্ট ভূমিকম্প নিরোধক বিছানায় স্বয়ংক্রিয় সেন্সর সহ ফাস্ট এইড কিড রয়েছে। বিছানার নিচে  থাকবে পানির বোতল এবং অক্সিজেন নেয়া ও কার্বন ডাই অক্সাইড বের করে দেয়ার সুবিধা। ভূমিকম্প শুরু হলেই বিছানা স্বয়ংক্রিয়ভাবে এর উপরের ফোমটিকে ভাঁজ করে বিছানার ভেতরে নিয়ে নেবে। এবং এর উপরে স্টিলের পাত চলে আসবে। বিছানার ভেতরে থাকবে নিশ্বাস নেয়ার সুবিধা। এমনি একটি ভিডিও উম্মুক্ত করেছেন চীনের আবিষ্কারক ওয়াং উইনজি।

২০১০ সালেই উইনজি প্রথম ভূমিকম্প নিরোধক বিছানার থ্রিডি ভিডিও চিত্র ইউটিউবে আপলোড করেছিলেন। তারপর ২০১২ সালে আরও একটি ভিডিও তিনি আপলোড করলেন। যদিও এর উৎপত্তি ব্যাপারটা অস্পষ্ট ছিল। যদিও ভূমিকম্প চলাকালীন সময়ে বেডটি ম্যাট্রেসের আকার ছেড়ে শক্ত ইস্পাতের পাতে রুপান্তর হবে । তবু এই কনসেপ্ট বিছানা সম্পর্কে ইতোমধ্যে অনেকগুলো প্রশ্নের সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য প্রশ্ন গুলো হল-

১. যদি বিছানায় শোয়া লোকটি বিছানার মাঝখানে না থাকে?
২. কি হবে যখন বিছানায় দুই থেকে তিনজন লোক থাকবে?
৩. যদিও পুরো বিছানাটি স্টিল দিয়ে তৈরি, কতটা ওজন হবে এই বিছানার?
৪. আপনি কিভাবে এই ভারি স্টিলের বিছানাটি ফ্ল্যাটে রাখবেন?
৫. ভিডিও তে দেখা যাচ্ছে জরুরি ব্যবস্থা রয়েছে ম্যাট্রেসের নিচে। কীভাবে আক্রান্ত লোকটি এই জরুরি প্রয়োজন গুলো ব্যবহার করতে পারে। এবং
৬. সর্বোপরী কিভাবে একজন লোক এই বিছানা থেকে বের হয়ে আসবে?

প্রশ্ন গুলোর সমাধান হয়ে গেলে হয়তো ভূমিকম্প থেকে রক্ষা পেতে বিছানাই হবে অন্যতম হাতিয়ার।

http://www.anandalokfoundation.com/