বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৭শত ফলদ গাছের চারা রোপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের পাশে ও জনগুরুত্বপূর্ণ এলাকায় এ ফলদ গাছের চারা রোপণ করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ যুবদল,ছাত্রদল,স্বেচ্চাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমাদের দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণস্থানে ৪ হাজার ৭শত ফলদ গাছের চারা রোপণ করেছি। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মাসে আরো কিছু জনকল্যামূলক কাজ করার ইচ্ছা আমাদের রয়েছে।