14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাঙ্গালীর উপর পাক বাহিনীর নৃশংস হত্যা যজ্ঞ

Link Copied!

২৪ মার্চ রাতে ইয়াহিয়া, ভুট্টো ও মুজিব বৈঠকে সিদ্ধান্ত নেন মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে মুজিবকে স্বেচ্ছায় কারাবরণ করতে হবে আর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তারজন্য ক্ষয়ক্ষতির দায়দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। পরবর্তীতে বাঙ্গালীরাও মুজিবের উপর সে দায়ভাগ চাপাতে পারবে না। ইয়াহিয়া আওয়ামীলীগ ও নেতাকর্মীদের উপর কোন অত্যাচার না করার নিশ্চয়তা মুজিবকে দেন। বৈঠকে সবাই একমত পোষণ করেন যে কঠোর হস্তে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তারপর তাৎক্ষণিক বাঙ্গালী আবেগ ভুলে আবার ইসলামিক দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ গর্ভেই মৃত্যু হবে স্বাধীন বাংলাদেশ নামক ভ্রুণটির। শুরু হলো পাক বাহিনীর নৃশংস হত্যা যজ্ঞ।

পূর্বের সিদ্ধান্তমতো ২৫শে মার্চ উভয় পক্ষের কোনো কর্মতৎপরতা দেখা গেল না। সন্ধ্যায় ঢাকার সর্বত্র প্রচারিত হল যে ওদিন রাত্রে মিলিটারী রাস্তায় নামাবে। তাদের চলার পথে বাঁধা সৃষ্টি করতে বেরিকেড গড়ার নির্দেশ মুজিব নিজেই দিলেন। সেই ভাবে সর্বত্রই রাস্তায় বেরিকেড গড়তে মানুষ নেমে পড়ল।

রাত ১১টার পরে পরপর শেলিং এর শব্দ শুনে ও বিদ্যুতের মতো আলোর চমকানি দেখে বুঝতে পারা যায় পিলখানার ইপিআর আর রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টারে সামরিক বাহিনী আক্রমণ চালিয়েছে। এমন সময় মুজিবের বাসভবনে নজরুল ইসলাম, তাজ উদ্দিন,ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, আবদুস সামাদ, সিরাজুল ইসলাম খান,আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ মণিসহ প্রায় সব আওয়ামী লীগ নেতা ও ছাত্রনেতারা ছিলেন। তাদের সবাইকে মুজিব আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আণ্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে সবাই ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব ওখানেই থাকলেন। ইপিআর আর পুলিশ হেড কোয়ার্টার আক্রমণ শেলিং এর প্রথম শব্দের প্রায় ১ ঘন্টা পরে মিলিটারী মুজিবের বাড়িতে যায় ও তাকে গ্রেফতার করে।

এখানে প্রশ্ন হলো ১ ঘন্টা সময় পেয়েও তিনি আন্ডার গ্রাউন্ডে কেন গেলেন না? আর স্বাধীনতা ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন?  মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের হাতে আগে দিলেন না কেন? এসব প্রশ্নের জবাব খুজলেই সঠিক সত্য বেরিয়ে আসবে এবং যা সবাই জানে। সেদিন ভারতে আসা আওয়ামী লীগ নেতাদের কাছে মুজিবের স্বাধীনতা ঘোষণার কোন কাগজপত্র ছিল না। তাদের একমাত্র সম্বল ছিল বাঙ্গালী যুবকদের স্বতঃস্ফুর্ত স্বাধীনতা ঘোষণা।

মুজিবের স্বেচ্ছায় কারাবরণের পরেই পাক আর্মি তার হিংস্র মূর্তি ধারণ করেই রাস্তায় নামে “অপারেশন সার্চলাইট” শুরু করল। প্রথম রাতেই চলার পথে সামনে যাকে দেখেছে তাকেই তারা গুলি করে মেরেছে। কিন্তু ওদিন রাত থেকে তারা হিন্দু পাড়ায় ঢুকে তাদের বাড়ি বাড়ি গিয়ে গুলি করে পাখির মতো মেরেছে। তাদের হাত থেকে আবাল বৃদ্ধ নারী শিশু কেউ রক্ষা পায়নি। পরে সাধারণ মুসলিমদের হাতে অস্ত্র দিয়ে বাঙ্গালীদের বিরুদ্ধে যুদ্ধের আহবান জানিয়েছে। সেই আহবানে গড়ে উঠল আল বদর, আল সামস্‌, আনসার ও রাজাকার বাহিনী। সেনাদের কাছ থেকে অস্ত্র পেয়ে ও তাদের নির্দেশে সেই জেহাদি বাহিনী ঝাপিয়ে পড়ল হিন্দুর উপর। নৃশংস ভাবে তারা গুলি করে হিন্দুদের মারতে থাকল। মা বোনদের উপরে পাশবিক অত্যাচার চালাল। আর অবাধে হিন্দু বাড়ি লুটের পরে তা জ্বালিয়ে দিতে থাকল।

প্রথমে আক্রমণ চালায় ছাত্রনেতৃত্বের মূল ঘাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে। সেখানে ছাত্রদের হাতে কিছু অস্ত্রও ছিল। সেই অস্ত্র কেড়ে নিতেই সেখানে ঘরে ঘরে ঢুকে অস্ত্র তল্লাসী চালায় ও যেসব অস্ত্র পায় তারা নিয়ে যায়। সারেন্ডার হওয়ার পরে হলের ছাত্রদের উপর কোনো অত্যাচার তারা চালায়নি। তবে তারা চরম হুশিয়ারি দিয়ে যায়। থানা দখলের সময় তারা যেভাবে পুলিশের উপরে আক্রমণ চালায় সেভাবেই তারা ইকবাল হলে আক্রমণ চালায়। সেই গভীর রাতে হিন্দু হোস্টেল জগন্নাথ হলে ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো তারা ঝাপিয়ে পড়ে। সেখানে তারা কাউকে রেহাই দেয়নি। ঘরে ঘরে ঢুকে যাকে পেয়েছে তাকেই পাখির মতো গুলি করে মেরেছে অথবা ধরে নিয়ে এসে মাঠে লাইনে দাড় করিয়ে গুলি করে ৩/৪ শত হিন্দু ছাত্রকে মেরেছে। ছাত্রদের যেমন রেহাই দেয়নি তেমন মিনিয়াল কোয়ার্টারের কাউকেও তারা ছাড়েনি। আবাল বৃদ্ধ শিশু নির্বিশেষে সবাইকে তারা গুলি করে মেরেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু পুরানো ক্যাণ্টিনের বৃদ্ধ মালিক ছাত্র শিক্ষক সবার পরিচিত মধুদাকেও তারা নৃশংস ভাবে গুলি করে মারে। জগন্নাথ হলের প্রাক্তন প্রভোস্ট ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ গোবিন্দ দেব, ইংরেজি বিভাগের অধ্যাপইক ডঃ জ্যোতির্ম্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক ঘোষ ঠাকুর, অধ্যাপক অনুদ্বিপায়ন ভট্টাচার্য ও পরে সন্তোষ ভট্টাচার্যকে তারা গুলি করে মারে।

সেই রাতে কোন মুসলমানের উপর আক্রমণ তারা চালায়নি। তবে ভুলক্রমে ডঃ অজয় রায়কে মারতে গিয়ে অধ্যাপক মনিরুজ্জামানকে তারা মারে। সাধনা ঔষধালয়ের ৮০ বছরের বৃদ্ধ মালিক ডঃ যোগেশ চন্দ্র ঘোষকে তারা মারে। ডঃ হরিনাথ দে, ডঃ এসকে সেন, জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য ডঃ নতুন বাবু, ডঃ কমল সরকার, ডঃ নরেন ঘোষ, এডভোকেট লালমোহন শিকদার, ব্যবসায়ী চিত্ত সিংহ রায়, সমাজ সেবক বিপ্র ভৌমিকসহ অনেক গণ্যমান্য হিন্দুকে গুলি করে মারে। হাজার হাজার সাধারণ হিন্দুকে মারলেও সাধারণ বা গণ্যমান্য কোন মুসলমানদের উপরে কোন আঘাত তারা হানেনি।

ঢাকা ছাড়া গ্রামের দিকে তাকালে সেই ইতিহাস আরও বেশি ভয়াবহ। কুমিল্লার প্রাক্তন মন্ত্রী ধীরেন দত্ত, অতীন রায়, বরিশালের রায় সাহেব, প্রাক্তন এম এল এ ললিত বল, অধ্যাপক চিত্ত রায়, রাজশাহীর এডভোকেট বীরেন সরকার, টাঙ্গাইলের রায় বাহাদুর আর পি সাহাসহ হাজার হাজার গণ্যমান্য হিন্দুকে তারা গুলি করে মেরেছে। সব নাম লিখতে গেলে ৩০ লক্ষ মানুষের নাম লিখতে হয়। তবে তার মধ্যে প্রায় ৯৫ শতাংশই হিন্দু।

এই রাতে হিন্দু ধর্ম ও সংস্কৃতির উপরেও তারা আঘাত হেনেছে। আর হিন্দুদের ধর্মস্থানেও তারা আঘাত হেনেছে। ২৬ মার্চ রাতে ডিনামাইট দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে রমনা কালীমন্দিরের ২১১ ফুট চূড়াসহ গোটা মন্দিরটি।

২৬’শে মার্চ দিবাগত রাত ২টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়। মন্দিরের সেবায়েতসহ প্রায় একশ সন্ন্যাসী, ভক্ত এবং সেখানে বসবাসরত সাধারণ মানুষকে হত্যা করা হয়। এক তীর্থভূমি রাতারাতি পরিণত হয়েছিল বধ্যভূমিতে। ১২০০ বছরের অতীত ইতিহাস বহনকারী ও হিন্দু ঐতিহ্যের সাক্ষাৎ প্রমাণ দিতে যার চূড়া মাথা উচু করে দাঁড়িয়েছিল ঢাকার বিখ্যাত রমনামাঠের মধ্যখানে।

রমনা কালীমন্দিরের পাশেই ছিল মা আনন্দময়ীর মন্দির। গভর্ণরের বাড়ির সামনের শিবমন্দির, ঢাকা স্টেশনের পাশের শিবমন্দির ও সিদ্ধেশ্বরী কালীবাড়িসহ অনেক মন্দির তারা ধ্বংস করে দেয়।

http://www.anandalokfoundation.com/