13yercelebration
ঢাকা
শিরোনাম

সার্বজনীন নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি -স্থানীয় সরকার মন্ত্রী

দেশের স্বার্থে ও স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে সমঝোতা স্বাক্ষর-নবায়ন হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জনগণের আস্থা তৈরি করবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি -তথ্য প্রতিমন্ত্রী 

মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি করে মানসম্মত চিকিৎসক তৈরি করতে হবে -স্বাস্থ্যমন্ত্রী

জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ -পরিবেশমন্ত্রী

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে সংঘর্ষ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের অভিযোগে পোলিং অফিসার আটক

আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গৃহবধু খুন, দু’সন্তানকে নিয়ে স্বামী উধাও

Rai Kishori
May 9, 2019 4:19 pm
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট :বাগেরহাটের শরণখোলায় লাকি (২৮) নামে এক গৃহবধু খুন হয়েছে। ঘটনার পরপরই লাকির স্বামী নুরুল আমিন দু’সন্তানকে নিয়ে উধাও হয়েছে। বৃহস্পতিবার ভোর  রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে পারিবারীক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত পৌনে চারটার দিকে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আঃ হক চৌকিদারের ছেলে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মুঠোফোনে জানায়, স্ত্রী লাকি গুরুতর অসুস্থ্য।

এ সময় নুরুল ইসলাম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে ঘরের মধ্যে লাকির নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নুরুল আমিন তার দু’সন্তানকে নিয়ে কোথায় গেছে-তা কেউ বলতে পারেনা। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাৎক্ষনিক  ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করেন। লাকি উপজেলার কালিবাড়ি এলাকার খলিল হাওলাদারের মেয়ে।তাদের সংসারে জিহাদ (৭) ও জেরিন (২) নামের দুটি সন্তান রয়েছে। শ্বশুর-জামাই মিলে দীর্ঘদিন ধরে ভারতের কেরেলায় ভাঙ্গারির ব্যবসা করেন।মাঝে মধ্যে নূরুল আমিন দেশে আসলেও স্ত্রী লাকির সাথে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার আগের দিন বুধবার শ্বশুর দেশে পাঠিয়ে দেন জামাইকে। এরপর বাড়ি এসে স্বামী-স্ত্রী একঘরে থাকলেও ভোররাতের দিকে হত্যাকাণ্ড ঘটিয়ে দুই সন্তানকে নিয়ে নূরুল আমিন পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুদেব পাল জানান, পারিবারীক কলহকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে তাদের সন্দেহের তীর লাকির স্বামী নুরুল আমিনের দিকে। এদিকে, নুরুল আমিনের বক্তব্য নেয়ার জন্য চেস্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, এ ঘটনায় লাকির স্বামী নুরুল আমিনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের এবং ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
http://www.anandalokfoundation.com/