14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার জন্য মৌলভীবাজারে মানববন্ধন

Biswajit Shil
November 11, 2019 7:11 pm
Link Copied!

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার মৌলভীবাজার কোর্ট এলাকায় মানববন্ধটি  অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরিন্দম দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন- শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের জেলা সহ-সভাপতি জগদীশ দাশ,  সৈয়দ বদরুল হক টিটু, সদস্য মেহেদী হাসান, আব্দুল কাইয়ূম, তানিয়া আক্তার শিপা  ও রিপার আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন আমরা লেখা পড়া করে অন্য পেশায় না গিয়ে আইন পেশার মতো মহৎ পেশায় নিয়জিত হওয়ার জন্য আসলাম।কিন্তু“বার কাউন্সিল প্রতিবছর দুই বার এম.সি.কিউ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর কোন পরীক্ষা নেয়নি।নভেম্বর মাসে বার কাউন্সিলের পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে ব্যাপারে বার কাউন্সিলকে কোন প্রদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত না হওয়ার ফলে উদিয়মান শিক্ষানবিশ আইনজীবীরা দিন দিন হতাশায় ভুগছে।পরীক্ষা না হওয়ার ফলে কি করবে না করবে তার সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে।তাই অতিদ্রুত বার কাউন্সিল পরীক্ষা নেওয়ার জন্য আহব্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বারের সদস্য বৃন্দ। সারাদেশেও শিক্ষানবীশ আইনজীবীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দাবী জানায়ে আসছেন।সকল নেতৃবৃন্দ বলেন যতদ্রুত পরীক্ষা হবে ততই আমাদের মঙ্গল।

http://www.anandalokfoundation.com/