14rh-year-thenewse
ঢাকা

বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেটের দুই উপজেলায় চলছে ভোট

Link Copied!

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। এর মধ্যেই এ দুই উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে চলছে ভোটগ্রহণ। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি। তাছাড়া এসব এলাকায় পানিবন্দিরা নৌকাযোগে আসছেন ভোট দেওয়ার জন্য। তাছাড়া অনেকে ভোট কেন্দ্রের ভেতরে ও বাহিরে জলমগ্ন ছিল।
মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত বন্যা পরিস্থিতির তথ্য অনুযায়ী, বন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১১৩টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ১৪৭ জন। উপজেলার ৫৫ আশ্রয়কেন্দ্রে ৪০৮ জন মানুষ অবস্থান করছেন।
কানাইঘাট উপজেলাতের পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৯০টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ৮০ হাজার ৬১০ জন।উপজেলার ৩২টি আশ্রয়কেন্দ্রে ৪১ জন মানুষ অবস্থান করছেন।
সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জ উপজেলায় ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। দুই উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। অন্যদিকে কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা ইমরুল হাসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোটগ্রহণ শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি বিবেচনা করে জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
তিনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
http://www.anandalokfoundation.com/