14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়া চলছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Biswajit Shil
December 15, 2019 9:18 pm
Link Copied!

         বিগত ২৫ বছরে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র সারাবিশ্বে বঙ্গীয় শিল্পকলা চর্চা ও গবেষণার ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছে। প্রতিষ্ঠানটিকে স্থায়ীরূপ দেওয়ার অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়া চলমান। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          প্রধান অতিথি বলেন, সংসদ টিভিতে সম্প্রচারের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা হচ্ছে। যেখানে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকলা প্রভৃতি সম্প্রচারের সুযোগ থাকবে।

          জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের বিশিষ্ট প-িত ড. আর নাগস্বামী ও বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের অন্যতম ট্রাস্টি প্রফেসর ড. নিয়াজ জামান। স্বাগত বক্তৃতা করেন বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের সভাপতি প্রফেসর ড. এনামুল হক।

http://www.anandalokfoundation.com/