ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা: ১৯৭২’র ২২ ফ্রেরুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে বেঁড়িবাধের উদ্বোধন করেছিলেন সেখান থেকেই আজ ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ শুরু হল। বলেছেন খুলনার পাইকগাছায় স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে লস্কর ইউপির আলমতলায় ভাঙ্গন কবলিত পানিউন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর এ এলাকা সফর প্রসঙ্গ তুলে ধরে তিনি আরোও বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবনমান রক্ষার্থে নদী খনন ও টেকসই বেঁড়িবাধ তৈরীর পরিকল্পনার অংশ স্বরুপ এ বাঁধের কাজ শুরু। সভায় খুলনার পাউবোর বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ইতোমধ্যে টেন্ডারের মাধ্যমে পাইকগাছার বিভিন্ন পোল্ডারে ১১টি প্যাকেজে সাড়ে ৬ কিঃ মিঃ ওয়াপদার বেঁড়িবাধের কাজ শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী,খুলনা পাওর বিভাগের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার,উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন,লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কে ডি বাবু, শেখ জামাল, কবিরউদ্দিন সরদার, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, পার্থ প্রতিম চক্রবর্তী, রমজান সরদার, রায়হান পারভেজ রনি, সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।