13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

Rai Kishori
March 26, 2020 11:30 am
Link Copied!

করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে গেলো মঙ্গলবার থেকে শুরু হওয়া যানজট আজও অব্যাহত রয়েছে। গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় সরাতৈল থেকে পৌলি পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাকে ও পিক-আপভ্যানে গাদাগাদি করে জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানিয়েছেন, সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

http://www.anandalokfoundation.com/