14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মেডিকেল কলেজে পিসিআর মেসিন, শনিবার থেকে শুরু করোনা পরীক্ষা

Rai Kishori
April 16, 2020 3:26 pm
Link Copied!

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা ভাইরাস সনাক্ত করনের জন্য পিসিআর মেসিন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল শনিবার থেকে এই পিসিআর মেসিনের মাধ্যমে বগুড়ায় করোনা ভাইরাসের সনাক্ত করনের কাজ শুরু হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানা গেছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে,বাংলাদেশে নভেল করোনা ভাইরাস নামক এক অনুজীবের অস্তিত্ব ধরা পড়ে গত ৮ মার্চ। তার পর থেকে এই ভাইরাসের সংক্রামন বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। এই করোনা ভাইরাসের সংক্রামনে সারাদেশে ইতি মধ্যে দুইজন চিকিৎসকসহ প্রায় অর্ধশতাধীক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুরুতে শুধুমাত্র ঢাকার একটি ল্যাবেই এই ভাইরাসের সনাক্ত করনের জন্য নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয় । পরবর্তীতে সারাদেশ রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলে সরকার দেশের বিভাগীয় শহরের মেডিকেল কলেজ গুলোতে করোনা ভাইরাস সনাক্ত করার জন্য পিসিআর মেসিনে কাজ শুরু করে।

সূত্র জানায়, রাজশাহী বিভাগের ৮ জেলার জন্য ২৮ মার্চে রাজশাহী মেডিকেল কলেজে করোনা ভাইরাস সনাক্ত করনের জন্য মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেসিন স্থাপন করে মেডিকেল কতৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োজি বিভাগে করোনা ভাইরাস সনাক্ত করনের কাজ শুরু হলে বগুড়া, নওগা, নাটোর, পাবনা, সিবাজগজ্ঞ, চাপাইনবাবগজ্ঞসহ ৮জেলার নমুনাগুলো সংগ্রহ করে পাঠানো হচ্ছে।তবে একাধীক জেলার শত শত করোনা ভাইরাসের নমুনা রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পৌছার কারনে পরীক্ষার ফলাফল দিতে সময় প্রায় দুই দিন সময় লাগে যেতো। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর আত্নীয় স্বজনদের উৎবেগ উৎকন্ঠা বেড়ে যেতো। এতে করে রোগীর চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমসিম খেতো। বিভিন্ন পরিস্থিতিতে বগড়াবাসীর পক্ষ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা ভাইরাস সনাক্ত করনের জন্য পিসিআর মেসিন বসানোর জোর দাবী উঠে আসে। বিভিন্ন মহলের দাবীর প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা ভাইরাস সনাক্ত করনের জন্য পিসিআর মেসিন স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়। বগুড়া মেডিকেলে পিসিআর মেসিন স্থাপন করতে টেকনিক্যাল কাজ সম্পন্ন করার জন্য সরকার গনপূর্তবিভাগকে দ্বায়িত্ব প্রদান করে।

গনপূর্তবিভাগ পিসিআর মেসিন স্থাপনের জন্য এপ্রিলের প্রথম দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষ পিসিআর মেসিন স্থাপনের জন্য খুব দ্রুত প্রস্তুত করে। সেখানে ৪ টি ইনক্লোজার, ২ সিলিং এবং পাশাপাশি ২ টি টয়লেটসহ অন্যান্য নির্মান কাজ সম্পন্ন করে গনপুর্তবিভাগ। এর পর গত ৮ এপ্রিল বগুড়া শহীদ জিয়াউর রমান মেডিকেল কলেজে পিসিআর মেসিন আসলে তা স্থাপনের কাজ শুরু হয়। এর পর গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পিসিআর মেসিন স্থাপনের কাজ শেষ হয়।

এ বিষয়ে শহীদ জিযাউর রহমান মেডিকের কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, রেজাউল আলম জুযেল জানান, করোনা ভাইরাস সনাক্ত করনের জন্য পিসিআর মেসিন স্থাপন সম্পন্ন হয়েছে। এখন টেকনিশিয়ানদের ট্রেনিং চলছে। টেকনিশিয়ান আসলেই আগামী ১৮ এপ্রিল শনিবার থেকেই বগুড়ায় করোনা ভাইরাস সনাক্ত করনের কাজ শুরু হবে।

তিনি আরো জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেসিনে করোনা ভাইরাস সনাক্ত করেনের কাজ শুরু হলে উত্তর জনপদের মানুষের আর করোনা টেস্ট নিয়ে রাজশাহী বা ঢাকায় যেতে হবে না।

http://www.anandalokfoundation.com/