দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধমুলক কাজে পাশর্^বর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য ২৫০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক উচ্চ মাধ্যমিক ভবনকে। বগুড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৬ ক্লাসরুম থেকে আসবাবপত্র সরিয়ে চলছে বেড বসানোর কাজ। বিভিন্ন দেশ থেকে তাদের ফিরিয়ে আনার পর এখানে রাখা হবে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, সরকার পাশর্^বর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তাদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বগুড়া জেলা প্রশাসনকে ৩০০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে বেছে নেয় হয় বগুড়ার প্রবাসীদের জন্য সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনকে। সেমতে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত ২৫০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। তবে প্রয়োজনে শয্যার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে ওই সিভিল সার্জন নিশ্চিত করেন।
সিভিল সার্জন আরও জানান, কবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন উদ্বোধন করা হবে তার তারিখ ঠিক হয়নি। প্রস্তুতি শেষে বিদেশ ফেরত বগুড়াবাসীদের এই প্রতিষ্ঠানে রাখা হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারটি জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে তত্ত্বাবধান ও দেখভাল করবে। প্রবাসীদের ফিরিয়ে আনা শুরু হলে কোয়ারেন্টাইন উদ্বোধন হবে। সেখানে কর্মরত মেডিক্যাল টিম কোন প্রবাসীর শরীরে করোনা উপসর্গ পেলে তাকে রূপান্তরিত সরকারী মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠাবে। ভর্তির পর তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হবে।
এ ব্যাপারে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার গনমাধ্যমকর্মীদের জানান, কলেজের নতুন বিল্ডিংয়ের ১০টিসহ মোট ১৬টি কক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেড স্থাপনের কাজ চলছে। বেসরকারি সংস্থা টিএমএসএস কোয়ারেন্টাইন সেন্টারের জন্য বেড সরবরাহ করছে। তবে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের কলেজ হোস্টেল ক্যান্টিনে খাবারের ব্যবস্থা করা হবে।