14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আগৈলঝাড়ায় সরকারী আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথে বেড়া দিয়ে দিয়েছে স্থানীয়রা

আগৈলঝাড়ায় বর্ষা মৌসুমে শত বছরের নৌকার বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট

ই-রিকশা চালকদের লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রদানে রাষ্ট্রীয় স্বীকৃতির আইনগত ভিত্তি তৈরি হবে -ডিএনসিসি প্রশাসক 

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

আজকের সর্বশেষ সবখবর

ফেরদৌস খান কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

Biswajit Shil
November 26, 2019 5:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচন করা হয়।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে ৮টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীসহ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্যবৃন্দ।

কমলগঞ্জ উপজেলায় অন্যান্য বিভাগে নির্বাচিত শ্রেষ্ঠরা হলেন- শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিতা সিনহা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দর্গাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমীন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খায়রুন নাহার, শ্রেষ্ঠ বিদ্যালয় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক ছয়কুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফয়ছল আল কয়েছ চৌধুরী ও শ্রেষ্ঠ ঝরেপড়া রোধ হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এর কমলগঞ্জ উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

http://www.anandalokfoundation.com/