14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিল ও চালক-হেলপার আটক

Brinda Chowdhury
January 12, 2020 2:53 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব)-১২ গোপন সংবাদের ভিত্তিতে পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে প্রায় সাড়ে ৩’শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ট্রাকের ড্রাইভার ও হেলপার গ্রেফতার করেছে।

১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় র‌্যাবের অভিযানে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য ও বিক্রয় ও পরিবহন সহায়তাকারি সাকের আহম্মেদ হিতু (৪০) ও হেলপার মো. আবু হাশেম (২৯)কে গ্রেফতার করে।

জানাযায়, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের মৃত ওসমান গনির ছেলে সাকের আহম্মেদ হিতু ও হেলপার একই উপজেলার বিশনাইপাল গ্রামের মো. মাজেম আলীর ছেলে মো. আবু হাশেম কুড়িগ্রাম থেকে ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-৫৬১৪) পাথর বোঝাই করে জামালপুর যাচ্ছিল। এ সময় বগুড়া র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়।
১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৬টার দিকে পৌছালে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে পাথরের নিচে একটি চটের বস্তায় রাখা ৩’শ ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

http://www.anandalokfoundation.com/