রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠায়।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীররাতে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী খলিশাকোটাল গ্রামের জোবেদ আলীর বাড়ীতে অভিযান চালিয়ে খড়ের গাদির ভেতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় জোবেদ আলীর ছেলে হামিদুল ইসলাম(২৩) ও তার সহযোগী একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সহিদ আলী(২১) কে আটক করেন।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।